মহাকাশযান বোয়িং স্টারলাইনারে বড় ত্রুটি। এই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা উইলিয়ামসের। যার দরুণ নাসার ভারতীয়-আমেরিকান নভোচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে আটকে পড়েছেন। তিনি, সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, তাই সুনীতার মতো মহাকাশে আটকে রয়েছেন বুচও। এই প্রসঙ্গেই বড় তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। জানানো হয়েছে, উভয় মহাকাশচারীকেই দীর্ঘ সময়ের জন্য মহাকাশে থাকতে হবে।
তাহলে কবে ফিরবেন সুনীতা
২১ দিন পরেই ফেরার কথা কথাই রয়ে গিয়েছে। নাসা বলেছে, নাসার ইঞ্জিনিয়াররা বোয়িং ক্যাপসুলের সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। এখনও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। সবটা সেরে, তাঁদের চোখে মহাকাশচারীরা নিরাপদ না হওয়া পর্যন্ত নাসা ফেরার তারিখ নির্ধারণ করেনি। এ প্রসঙ্গে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ বলেছেন, মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য কোনও তাড়াহুড়ো নেই। প্রধান তথ্য প্রদান করে, তিনি বলেছিলেন যে নাসা স্টারলাইনারের মিশনের সর্বাধিক সময়কাল বাড়ানোর কথা ভাবছে। তিনি বলেছেন যে মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ কবে, সুনীতা ফিরবেন কোনও ঠিক নেই।
কী সমস্যা হয়েছে ক্যাপসুলে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্টারলাইনার ওড়ার আগে রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। ফ্লাইট চলাকালীন আরও বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। আর যেহেতু, হিলিয়াম থ্রাস্টার জ্বালানী চাপ দিতে ব্যবহৃত হয়। তাই এটি বেশ গুরুত্বপূর্ণ সমস্যা। কিন্তু হঠাৎ কেন এমন সমস্যার সৃষ্টি হল, সেটাই বোঝার চেষ্টা করছে নাসা এবং বোয়িং। জানা গিয়েছে, পাঁচটি ক্ষতিগ্রস্থ থ্রাস্টারের মধ্যে ইতিমধ্যেই চারটি মেরামত করা হয়েছে, বাকি আরও একটি থ্রাস্টার পুনরুদ্ধারের আশা করা যাচ্ছে না।
আরও পড়ুন: (হিমালয়ে অদ্ভুত জ্যোতি, নাসার শেয়ার করা ছবিতে ছড়াল চাঞ্চল্য)
উইলমোর ও উইলিয়ামস, গত ৫ জুন ওই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন। বছরের পর বছর বিলম্ব ও বিপত্তির পর এটিই ছিল বোয়িং-এর প্রথম নভোচারী উৎক্ষেপণ। আর নাসার বিবৃতি থেকে মনে করা হচ্ছে যে এই মিশন আরও প্রায় এক সপ্তাহের বেশিই স্থায়ী হতে পারে। জানা গিয়েছে, মহাকাশচারীরা তাঁদের স্পেসওয়াকের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সপ্তাহে, একজন মহাকাশচারীর স্পেসস্যুট থেকে জল পড়ার কারণে একটি স্পেসওয়াক বাতিল করা হয়েছিল। সমস্যাটি এখনও সমাধান করা সম্ভব হয়নি। তাই আগামী সপ্তাহের প্রস্তাবিত স্পেসওয়াকও বাতিল করা হয়েছে।