'How India Swiggy’d 2022' শীর্ষক রিপোর্ট অনুযায়ী, সুইগির সবচেয়ে বেশি অর্ডার এসেছে বেঙ্গালুরুতে। বিশেষত, সেখানে দীপাবলির রাতের একটি পরিসংখ্যান বেশ চমকপ্রদ। তথ্যানুযায়ী, সেই এক রাতেই প্রায় ৭৫,৩৭৮টি অর্ডার কমপ্লিট করেছে সুইগি।
1/6বৃহস্পতিবার ২০২২-এর অর্ডার পরিসংখ্যান প্রকাশ করল ফুড ডেলিভারি অ্যাপ Swiggy। তাদের এই পরিসংখ্যান বেশ অভিনব। এর থেকে ভারতীয়দের ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার, খাবারের পছন্দের একটি আন্দাজ পাওয়া যায়। ফাইল ছবি: মিন্ট (Twitter)
2/6'How India Swiggy’d 2022' শীর্ষক রিপোর্ট অনুযায়ী, সুইগির সবচেয়ে বেশি অর্ডার এসেছে বেঙ্গালুরুতে। বিশেষত, সেখানে দীপাবলির রাতের একটি পরিসংখ্যান বেশ চমকপ্রদ। তথ্যানুযায়ী, সেই এক রাতেই প্রায় ৭৫,৩৭৮টি অর্ডার কমপ্লিট করেছে সুইগি। ছুটিতে বাড়ি ফিরতে না পারা তথ্যপ্রযুক্তি কর্মীরাই অর্ডার করছিলেন হয় তো! ফাইল ছবি: সুইগি (Twitter)
3/6বেঙ্গালুরুতে ধনী ব্যক্তির সংখ্যাও নেহাত্ কম নয়। সুইগির মুদি দ্রব্য ডেলিভারি অ্যাপ 'Instamart'-এ ২০২২ সালে সেখানকার এক গ্রাহক একাই প্রায় ১৬ লক্ষ টাকার অর্ডার করেছেন। ফাইল ছবি: মিন্ট (Twitter)
4/6সুইগির এই পরিসংখ্যান অনুযায়ী, ভারতের সবচেয়ে জনপ্রিয় খাবার বিরিয়ানি। তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে প্রতি সেকেন্ডে গড়ে ২.২৮টি বিরিয়ানি অর্ডার হয়েছে। এটি শুধুমাত্র সুইগির পরিসংখ্যান। তাহলেই ভাবুন, সব মিলিয়ে ভারতে সেকেন্ডে কত প্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে! ফাইল ছবি: টুইটার (Twitter)
5/6জনপ্রিয়তার নিরিখে বিরিয়ানির পরেই রয়েছে ধোসা। আসলে ভারতের প্রায় সব বড় শহর ও শহরতলিতেই ধোসার একটি 'ফ্যানবেস' রয়েছে। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Twitter)
6/6সুইগির ২০২২ সালের দ্রুততম ডেলিভারি রেকর্ড ছিল মাত্র ৬৩ সেকেন্ডের। অর্থাত্, মাত্র ১ মিনিটের দুরত্বেই ডেলিভারি। অর্ডার করা ব্যক্তি দোকান থেকে মাত্র ৫০ মিটার দূরেই ছিলেন! ফাইল ছবি : সুইগি (Twitter)