বাংলা নিউজ > টেকটক > ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-কমার্সের খোলা বাজার, লক্ষ্য ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতার

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-কমার্সের খোলা বাজার, লক্ষ্য ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতার

ফাইল ছবি : রয়টার্স (Reuters)

ভারতে ব্যবসায় প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আমাজন ও ফ্লিপকার্ট। দেশের ৮০% রিটেল মার্কেটই তাদের দখলে। আর তাতেই চিন্তায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদাররা।

একটা ডিজিটাল খোলা বাজার। সেখানে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা যা খুশি বিক্রি করতে পারবেন। ১০ টাকার ডিটারজেন্ট থেকে ৫০ হাজারের বিমান টিকিট। লাগবে না কোনও আলাদা ফি। এমনই এক ভাবনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ডিজিটাল খোলা বাজারের ভাবনাকে সফল করতে চাইছেন এক ধনকুবের। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি।

ভারতে ব্যবসায় প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আমাজন ও ফ্লিপকার্ট। দেশের ৮০% রিটেল মার্কেটই তাদের দখলে। আর তাতেই চিন্তায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদাররা। আরও পড়ুন : Realme Narzo 50A Prime : বাজারে নতুন ফোন, জানুন দাম এবং ফিচার্স

যদিও বর্তমানে দেশের মোট রিটেল, খুচরো বাজারের মাত্র ৬%-ই অনলাইন। কিন্তু, ক্ষুদ্র ব্যবসায়ীদের আশঙ্কা, যে হারে আগ্রাসীভাবে ফ্লিপকার্ট, আমাজন এগিয়ে চলেছে, তাতে অদূর ভবিষ্যতে তাঁদের ব্যবসায় পাততাড়ি গোটাতে হবে।

আর সেই আশঙ্কা অমূলকও নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন শপিং ও বৃহত্ চেইনের দোকানের প্রভাবে বন্ধ হয়ে গিয়েছে বহু ছোট থেকে মাঝারি দোকান। আগামিদিনে যে ভারতেও এমন হবে না, তা কে বলতে পারে?

অলাভজনক সিস্টেম

ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, বা ONDC। এর মাধ্যমেই এই আশঙ্কা নির্মূল করার লক্ষ্য ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতার। এর লক্ষ্য হল ছোট ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতাদের বিক্রি করার অনুমতি দেওয়া। বড় ই-কমার্সগুলিকে টেক্কা দিয়ে মুনাফা করা। মূলত, সরকার প্রত্যেকের জন্য নিজস্ব ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করবে। আমাজনের মতো বড় কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার মতো করেই সেই ফ্রেমওয়ার্ক ডিজাইন করা হয়েছে।

'এটা বাস্তবায়িত করার সময় এসে গিয়েছে,' সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন নন্দন নীলেকানি। তিনি আরও বলেন, 'ডিজিটাল কমার্সের নতুন ক্ষেত্রে প্রবেশের পথ দেখানোর জন্য আমরা লক্ষ লক্ষ ছোট বিক্রেতাদের কাছে ঋণী।'

অলাভজনক, সরকারি মালিকানাধীন নেটওয়ার্কের একটি পাইলট আগামী মাসে পাঁচটি শহরে ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। আমাজনের একজন মুখপাত্র বলেন, তাঁরা মডেলটিকে আরও ভালভাবে বোঝার চেষ্টা করছেন। ফ্লিপকার্ট এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এর আগে নন্দন নীলেকানি কেন্দ্র সরকারকে আধার বায়োমেট্রিক আইডি সিস্টেম ডেভেলপমেন্টে সহায়তা করেছিলেন। এটি অনেকটা মার্কিন সোশ্যাল সিকিউরিটির ডিজিটাল সমতুল।

টেকটক খবর

Latest News

'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.