বাংলা নিউজ > টেকটক > SC on TRAI rules: রিচার্জ না করলেই আপনার সিম অন্যের, সুপ্রিম-রায়ে পোয়াবারো টেলিকম অপারেটরদের

SC on TRAI rules: রিচার্জ না করলেই আপনার সিম অন্যের, সুপ্রিম-রায়ে পোয়াবারো টেলিকম অপারেটরদের

রিচার্জ না করলেই আপনার সিম অন্যের (PTI)

SC on TRAI rules: রিচার্জ না করে দিনের পর দিন ফেলে রাখেন সিম? ভাবছেন চাইলেই পরিষেবা বন্ধ করে দিতে পারবে না সিম সংস্থা? এবার তাহলে আপনার জন্য দুঃসংবাদ দিল কোর্টের রায়‌।

ফোন রিচার্জ করছেন না? এবার আপনার মোবাইল নম্বরই ব্যবহার করতে পারবে অন্য গ্রাহক। এক মামলায় এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এক আইনজীবী এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন দেশের শীর্ষ আদালতে। ফোন নম্বরে রিচার্জ না করলে তা যেন অন্য কোনও গ্রাহককে বিক্রি না করে সিম সংস্থা। এটাই ছিল মামলার আবেদন। আইনজীবীর যুক্তি ছিল, এমনটা হলে আগের ব্যক্তির সব তথ্যই পরেরজন পেয়ে যেতে পারেন। এই মামলার রায়েই এমনটা শুনানি দিল শীর্ষ আদালত। 

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যে কোনও ব্যক্তির তথ্যের গোপনীয়তার দায় সেই ব্যক্তির নিজের। তাই হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপের তথ্য তাকেই সামলে রাখতে হবে। অথবা অন্য ব্যক্তির হাতে যাওয়ার আগে মুছে ফেলতে হবে‌। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও টেলিকম সংস্থাকে এই ব্যাপারে বারণ করা যায় না‌। তথ্যচুরির ভয় থাকলে ব্যক্তিকেই সামলে রাখতে হবে সেই তথ্য।

(আরও পড়ুন: শীতে মর্নিং ওয়াক ভালো না খারাপ? জেনে নিন আসল সত্যিটা)

প্রসঙ্গত বলে রাখা ভালো, নতুন কোনও প্ল্যান রিচার্জ না করালে সিমের বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যেমন আউটগোয়িং কল (অর্থাৎ অন্যকে ফোন করা), এসএমএস-এর পরিষেবা পান না গ্রাহকরা‌। বর্তমানে বিভিন্ন টেলিকম অপারেটর গ্রাহকদের ৯০ দিন সময় দেন। এই ৯০ দিনের মধ্যে রিচার্জ করলে সিমটি আগের মতোই কাজ করতে শুরু করে। আর রিচার্জ না করলে তা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া)-এর নিয়ম মেনে এর পর ওই নম্বরগুলি খোলা বাজারে উপলব্ধ হয়। সংস্থা নতুন কোনও গ্রাহককে ওই ফোন নম্বর বিক্রি করে দিতে পারে।

(আরও পড়ুন: বয়স মাফিক পাল্টায় ভাতের মাপও! কোন বয়সের কতটা ভাত খাবেন?)

ট্রাইয়ের এই নিয়মটির বিরুদ্ধেই সম্প্রতি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তথ্যের সুরক্ষা নিয়ে সওয়াল করেন আইনজীবী । নম্বর রিচার্জ না করলেও নতুন গ্রাহক যাতে ৯০ দিন পর নম্বরটি ব্যবহার করতে না পারেন, সেটাই ছিল মামলার আবেদন। একজন গ্রাহকের সব তথ্য সুরক্ষিত রাখতে এই আবেদন করা হয়। তবে তথ্যের সুরক্ষার দায় গ্রাহকের উপরও বর্তায় বলে জানায় সুপ্রিম কোর্ট। তাই টেলিকম অপারেটরদের পক্ষেই রইল কোর্টের রায়। অর্থাৎ সিমটি ৯০ দিন রিচার্জ না হলে বাজারে পুনরায় বিক্রি করতে পারবে ওই সংস্থা। নতুন গ্রাহক চাইলেই তা কিনতে পারবেন।

টেকটক খবর

Latest News

নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.