বাংলা নিউজ > টেকটক > এই পাসওয়ার্ড রেখেছেন? যে কেউ খুলে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট!

পাসওয়ার্ড এমনভাবে রাখতে হয় যা আপনি ছাড়া কেউ আন্দাজ করতে পারবে না। পাসওয়ার্ড সেট করার সময়ে এটাই প্রধান নিয়ম। এছাড়াও বাকি নানা নিয়ম তো আছেই। কিন্তু সচেতনতার অভাবে এবং মনে রাখার সুবিধার্থে অনেকেই একেবারে সহজ পাসওয়ার্ড রাখেন। সেটাই প্রমাণিত হল এক সাম্প্রতিক সমীক্ষায়।

NordPass নামের এক পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড হল 'Password'! আজ্ঞে হ্যাঁ। এতটাই সহজ পাসওয়ার্ড সেট করেন অনেকে।

শুধু ভারতই নয়। জাপানেরও সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড Password।

এর পরেই ভারতীয়দের সবচেয়ে পছন্দের পাসওয়ার্ডের তালিকায় আছে এরপরেই রয়েছে 12345, 123456, 123456789, 123455678, India123, 1234567890, 1234567, qwerty এবং abc123।

iloveyou, krishna, sairam ও omsairam-ও ব্যবহার করেন অনেকে।

বলাই বাহুল্য, এমন কমন পাসওয়ার্ড কখনও ব্যবহার করবেন না।

তাহলে কীভাবে পাসওয়ার্ড রাখা উচিত্?

১. বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করুন, যেমন dIc!aW3P।

২. পাসওয়ার্ডে অ্যালফাবেট, সংখ্যা এবং চিহ্ন, তিনটিই রাখুন। যেমন, KiP2I@Cv

৩. নূন্যতম ৮ অক্ষরের পাসওয়ার্ড রাখুন।

৪. কোনও কমন শব্দ ব্যবহার করবেন না। উপরে উল্লেখিতগুলি তো বটেই, সেই সঙ্গে forgotmypassword, thisismypassword, 12345678, a1b2c3d4, abcdefgh ।

৫. আগেও বলা হয়েছে, পরিবার, পরিচিত কেউ, পোষ্য বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড নৈব নৈব চ।

চ।

বন্ধ করুন