বাংলা নিউজ > টেকটক > N. R. Narayana Murthy: কোটি কোটি টাকার মালিক, তাও কেন বাড়িতে টিভি চালাতে পারতেন না ইনফোসিস প্রতিষ্ঠাতা

N. R. Narayana Murthy: কোটি কোটি টাকার মালিক, তাও কেন বাড়িতে টিভি চালাতে পারতেন না ইনফোসিস প্রতিষ্ঠাতা

বাড়িতে টেলিভিশন চালাতে পারতেন না নাগাভার রামরাও নারায়ণ মূর্তি

N. R. Narayana Murthy: কয়েক কোটি টাকার মালিক হওয়া সত্বেও বাড়িতে টেলিভিশন চালাতে পারতেন না নাগাভার রামরাও নারায়ণ মূর্তি। কেন এই নিয়ম চালু ছিল তাঁর বাড়িতে? জানুন। 

সন্তানদের লালন পালন করার জন্য বহু স্বার্থত্যাগের সম্মুখীন হতে হয় পিতা-মাতাকে। কখনও নিজের পছন্দের খাবার, কখনও পছন্দের জিনিস ছেড়ে দিতে হয়। শিশুদের পড়াশোনার ক্ষেত্রেও বাবা মাকে করতে হয় কিছু স্বার্থত্যাগ যার মধ্যে অন্যতম হলো টিভি বা মোবাইল থেকে দূরে থাকা। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেন ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নাগাভার রামরাও নারায়ণ মূর্তি।

সন্তানদের পড়াশোনা করানোর সময় ঠিক কী কী নিয়ম পালন করতে হয় অভিভাবকদের, এই প্রশ্ন করায় নারায়ণ মূর্তি বলেন, ‘আমার বাড়িতে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করত। ওই সময়ে আমাদের বাড়িতে কেউ টেলিভিশন দেখত না। রাতের ডিনারের পর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের সকলে মিলে একসঙ্গে পড়াশোনা করতাম।’ শত ব্যস্ততা সত্ত্বেও দুই সন্তানের পড়াশোনার জন্য প্রত্যেকদিন তাঁদের সাড়ে তিন ঘন্টার বেশি সময় দিতেন তাঁরা। মোবাইল বা টিভি নয়, বরং এই সময়টা সন্তানদের সঙ্গেই কাটাতেন তাঁরা।

(আরও পড়ুন: পুজোয় মাত্র ২ দিন ছুটি? মন খারাপ নয়, অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম! জেনে নিন সব ডিটেলস)

তিনি আরও বলেন, 'আমার স্ত্রীর যুক্তি ছিল, আমি যখন টিভি দেখছি তখন কখনওই ছেলেমেয়েদের পড়াশোনার কথা বলতে পারি না। তাই ছেলে মেয়েরা যখন পড়াশোনা করত, তখন আমরাও টিভি না দেখে পড়াশোনা করতাম ওদের সাথে। বাবা মায়েরা যদি সিনেমা দেখেন এবং বাচ্চাদের যদি বলেন, 'তোমরা পড়াশোনা করো',তাহলে কখনওই সেই বাচ্চাটি পড়াশোনা করবে না।'

কোচিং ক্লাস নিয়ে কথা বলতে গিয়ে নারায়ন মূর্তি বলেন, ‘যে সমস্ত শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষকদের কথা মন দিয়ে শোনে, তাদের কখনওই কোচিং সেন্টারে পড়াশোনা করার প্রয়োজন হয় না। কোচিং সেন্টারে ক্লাস করে পরীক্ষায় পাস করার পন্থা সম্পূর্ণ ভুল। একজন ছাত্র যদি শিক্ষক এবং অভিভাবকদের কথা মন দিয়ে শোনে তাহলে বাড়ির বাইরে গিয়ে কোচিং সেন্টারে ক্লাস করার কোনও প্রয়োজনই হয় না।’

(আরও পড়ুন: বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? সেরার তকমা আর নেই, মানতে নারাজ কর্তৃপক্ষ)

প্রসঙ্গত, নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির দুই সন্তান অক্ষতা এবং রোহন। অক্ষতা নারায়ণ মূর্তি একজন ব্রিটেন ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী, বেশভূষাশৈলী নকশাকার এবং উদ্যোগী পুঁজিবাদী। অন্যদিকে রোহন ভারতের মূর্তি ক্লাসিক্যাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানি সোরোকোর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। শুধু তাই নয়, একমাত্র জামাই ঋষি সুনাক একজন ব্রিটিশ রাজনীতিবিদ। বর্তমানে তিনি একজন কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা।
 

Haryana and JNK Election Haryana and JNK Election
টেকটক খবর

Latest News

বাউচারে আস্থা হারাল মুম্বই ইন্ডিয়ান্স, IPL 2025-এর আগে চেনা কোচকে দায়িত্ব দিল MI ‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার? বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.