ভারতের বাজারে কমপ্যাক্ট এসইউভি-র চাহিদা ক্রমেই বাড়ছে। ভাল পারফরম্যান্সের সঙ্গে মাচো, স্পোর্টি লুকস। তাছাড়া যে কোনও রাস্তার পক্ষেও আদর্শ। স্পেসও বেশি। ফলে এই সেগমেন্টের বিক্রি টেক্কা দিচ্ছে সিডানকে।
মে মাসে, এই সেগমেন্টেই বাজিমাত করল কিয়া সনেট(KIA Sonet)। মারুতি সুজুকির ব্রেজাকেও ছাপিয়ে গিয়েছে কিয়া সনেটের বিক্রি।
কিয়া মোটর (এক্ষেত্রে কিয়া ইন্ডিয়া) গত বছরের সেপ্টেম্বরে বাজারে তার ছোট এসইউভি কিয়া সনেট লঞ্চ করে। কিয়ার আরেকটু আপ মার্কেট এসইউভি সেল্টোসের পর এটিই ভারতের বাজারে সংস্থার দ্বিতীয় এসইউভি। করোনা পরিস্থিতিতে অনেকেই গাড়িটি বাজার ধরতে পারবে কিনা সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে, সেই আশঙ্কা মিথ্যা প্রমাণ করে এক নম্বরে সনেট।
বিক্রির পরিসংখ্যান বলছে, গত মে মাসে কিয়া এই এসইউভির মোট ৬,৬২৭টি ইউনিট বিক্রি করেছে। যা মারুতি ব্রেজা-র থেকে অনেকটাই এগিয়ে। এই একই সময়ে, মারুতি ব্রেজা মাত্র ২,৬৪৮ ইউনিট বিক্রি হয়েছে। তবে কিয়া সনেটের সবচেয়ে বেশি টেক্কা দিয়েছে টাটা নেক্সন। টাটার এই গাড়িটির মোট ৬,৪৩৯ ইউনিট বিক্রি হয়েছে।
কিয়া সনেট ভারতীয় বাজারে মোট তিনটি ইঞ্জিন অপশনে পাওয়া যায়। দুটি পেট্রোল এবং একটি ডিজেল ভেরিয়েন্ট।
প্রথমটি হল 1.0-লিটারের পেট্রোল ইঞ্জিন। তাতে মিলবে 120PS পাওয়ার এবং 172Nm টর্ক।
দ্বিতীয়টি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন। এটি 83PS পাওয়ার এবং 115Nm টর্ক জেনারেট করে।
ডিজেল ভেরিয়েন্টে মিলবে 1.5 লিটার ইঞ্জিন। এতে 100PS পাওয়ার এবং 240Nm টর্ক জেনারেট হয়।
কিয়া সনেটের দাম ৬.৭৯ লক্ষ টাকা থেকে শুরু।