গত বছরের শুরুতেই এই গাড়ি ভারতে আনার বিষয়ে জানিয়েছিল টয়োটা। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি ভারতে গাড়ির পর্দা উন্মোচন করেছিলেন।
1/5Auto Expo 2023-এ নতুন Mirai-এর প্রদর্শনী করল টয়োটা। এই গাড়ির বিশেষত্ব হল, এটি হাইড্রোজেন ফুয়েল সেল চালিত। ভবিষ্যতে সবুজ জ্বালানির ক্ষেত্রে এই প্রযুক্তিই দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে খরচ অভাবনীয়ভাবে সস্তা। ঠিক কতটা কম শুনলে আপনি অবাক হবেন। ফাইল ছবি: টয়োটা (Twitter)
2/5গত বছরের শুরুতেই এই গাড়ি ভারতে আনার বিষয়ে জানিয়েছিল টয়োটা। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ভারতে গাড়ির পর্দা উন্মোচন করেছিলেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5টয়োটা মিরাই ৬৪০ কিলোমিটার রেঞ্জ দেবে। মজার বিষয় হল, এই প্রযুক্তিতে প্রতি কিলোমিটার গাড়ি চালাতে মাত্র ১ টাকার জ্বালানি খরচ হবে। লাইভ হিন্দুস্তানের এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি: টয়োটা (Twitter)
4/5ভারতে হাইড্রোজেন গাড়ির পাইলট প্রোজেক্ট হিসাবে টয়োটা মিরাইকে চালু করা হতে পারে। গাড়িটি দেখতেও নিঃসন্দেহে দুর্দান্ত। ফাইল ছবি: টয়োটা (Twitter)
5/5মিরাইয়ের বৈদ্যুতিক মোটর ১৮২ bhp পাওয়ার এবং 300 Nm পিক টর্ক জেনারেট করে। বৈদ্যুতিক মোটরের মাধ্যমে গাড়িটি ৯.২ সেকেন্ডে ০-১০০ kmph গতিবেগ তুলতে সক্ষম। ফাইল ছবি: টয়োটা (Twitter)