বাংলা নিউজ > টেকটক > 'সাইবার হামলার' পর উৎপাদন বন্ধ Toyota-র, রাশিয়ার হাতে আছে কিনা, তদন্তের নির্দেশ

'সাইবার হামলার' পর উৎপাদন বন্ধ Toyota-র, রাশিয়ার হাতে আছে কিনা, তদন্তের নির্দেশ

উৎপাদন একদিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ি কম তৈরি হবে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সাইবার হামলায় রাশিয়া জড়িত কিনা, তা তদন্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

টয়োটা সরবরাহকারীদের উপর সন্দেহজনক আক্রমণের কারণে কোম্পানিটি একদিনের জন্য অভ্যন্তরীণ সব উৎপাদন বন্ধ করে দেয়৷

প্লাস্টিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহকারীদের সাইবার হামলার শিকার হওয়ার পরে মঙ্গলবার দেশীয় উৎপাদন স্থগিত করার কথা জানিয়েছে টয়োটা৷ উৎপাদন একদিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ি কম তৈরি হবে৷ সাইবার হামলার বিস্তারিত কারণ জানানো না হলেও টয়োটা মুখপাত্র এটাকে সিস্টেমের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন৷ তবে উৎপাদন একদিনের বেশি বন্ধ থাকবে কিনা জানানো হয়নি৷

সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ান ব্যাঙ্কগুলিকে সরানো এবং ইউক্রেনে জরুরি সহায়তার জন্য জাপানের ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণার একদিন পরে এই ঘটনাটি ঘটে৷

সাইবার হামলায় রাশিয়া জড়িত কিনা, তা তদন্ত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, যাচাই করার আগে রাশিয়ার সাথে সাইবার হামলার কোনো সম্পর্ক আছে কিনা তা বলা কঠিন৷ এর আগে কানাডার বিক্ষোভকারী ট্রাক চালকরা আমেরিকায় যাওয়ার মূল রাস্তা অবরোধ করায় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টয়োটা আমেরিকায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিল৷

তারইমধ্যে মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনের তরফে দাবি করা হতে থাকে, কিয়েভের উত্তরে এবং খারকিভ ও চেরনিহিভের আশেপাশে বোমা বর্ষণের মাত্রাও বাড়িয়েছে রাশিয়া। খারকিভে গোলাবর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ইউক্রেনে এখনও পর্যন্ত ৩৫০ জনের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। পালটা রাশিয়ান ফৌজিদের খতম করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রাশিয়াও ইউক্রেনের ফৌজিদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

টেকটক খবর

Latest News

'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়' '১৪ তারিখের প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত...', আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দেবাংশু ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.