বাংলা নিউজ > টেকটক > Twitter Blue-এডিট করার সুযোগ সহ অনেক ফিচার্স কিন্তু দিতে হবে মোটা টাকা

Twitter Blue-এডিট করার সুযোগ সহ অনেক ফিচার্স কিন্তু দিতে হবে মোটা টাকা

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

টুইটার ব্লু থাকলে কী সুবিধা হয়? অন্য সব দেশে টুইটার ব্লু-তে যা যা সুবিধা থাকে, ভারতীয় ব্যবহারকারীরাও সেগুলি পাবেন। এই টুইটার ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার প্রোফাইলের পাশে একটি নীল টিক মার্ক পাবেন। এর ফলে আপনার প্রোফাইলটি ভেরিফায়েড হবে।

ভারতে Twitter Blue সাবস্ক্রিপশন আনল ইলন মাস্কের কোম্পানি। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে টুইটারের বেশ কিছু অতিরিক্ত সুবিধা পান ব্যবহারকারীরা। উল্লেখযোগ্য বিষয় হল, এর জন্য আপনাকে মাসে ৯০০ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। iOS এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই একই রেট। এদিকে যাঁরা কম্পিউটারের মাধ্যমে টুইটার ব্লু অ্যাকসেস করতে চান, তাঁদের জন্যও একটি আলাদা প্ল্যান রয়েছে। তাতে মাসে ৬৫০ টাকা করে দিলেই 'টুইটার ব্লু ফর ওয়েব' পেয়ে যাবেন।

টুইটার ব্লু থাকলে কী সুবিধা হয়? অন্য সব দেশে টুইটার ব্লু-তে যা যা সুবিধা থাকে, ভারতীয় ব্যবহারকারীরাও সেগুলি পাবেন। এই টুইটার ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার প্রোফাইলের পাশে একটি নীল টিক মার্ক পাবেন। এর ফলে আপনার প্রোফাইলটি ভেরিফায়েড হবে। আরও পড়ুন: ‘স্বর্গে’ যাওয়ার রেল স্টেশন এটি! বলুন তো ভারতের কোথায় অবস্থিত?

এর পাশাপাশি,

১. আরও লম্বা ভিডিয়ো পোস্ট করতে পারবেন।

২. টুইটারে অ্যাডের সংখ্যা অর্ধেক হয়ে যাবে।

৩. সার্চের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের নাম আগে আসবে।

৪. মেনশন ও রিপ্লাইয়ের ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট অগ্রাধিকার পাবে।

৫. এডিট করার সুযোগ মিলবে। পোস্ট করার প্রথম ৩০ মিনিটের জন্য পাঁচবার এডিট করতে পারবেন টুইট। 

টুইটার ব্লু নিয়ে গত বছর থেকেই বেশ বিতর্ক শুরু হয়েছে। ইলন মাস্ক টুইটারের দায়িত্ব গ্রহণের পরেই তার খোলনলচে বদলে দেওয়া শুরু করেন। টুইটার ব্লু-এর পরিষেবা আগেই ছিল। কিন্তু সেই সময়ে এর সঙ্গে নীল টিকের কোনও সম্পর্ক ছিল না। তবে ইলন মাস্ক এসে ব্লু টিক-এর জন্য সাবস্ক্রিপশন শুরু করেন। তার সঙ্গে টুইটার ব্লু সাবস্ক্রিপশন জুড়ে দেন।

শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ব্রিটেনে এই টুইটার ব্লু চালু করা হয়। গত বছরের নভেম্বরেই সেই পরিষেবা চালু করে দেয় টুইটার। এরপর ধাপে ধাপে বিশ্বের অন্য অংশেও সেই পরিষেবা চালু করা হচ্ছে। ইলন মাস্ক গত মাসেই এক টুইটে জানিয়েছিলেন, ৩০ দিনের মধ্যেই ভারতে টুইটার ব্লু চালু হয়ে যাবে। সেই কথাই রাখলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।

কীভাবে টুইটার ব্লু সাবস্ক্রিপশন নেবেন?

১. টুইটার অ্যাপ খুলুন।

২. ডিসপ্লে পিকচারে ট্যাপ করুন(উপরের বাঁ দিকে)। এরপর সেখানেই টুইটার ব্লু-এর একটি অপশন পেয়ে যাবেন।

৩. তাতে টাচ করতেই একটি ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকেই টুইটার ব্লু-এর সমস্ত সুবিধা দেখতে পাবেন। এরপর একেবারে তলায় সাবস্ক্রাইব করার অপশন পেয়ে যাবেন। তাতে ট্যাপ করে ফি দিলেই হয়ে যাবে।

৪. এরপর টুইটার আপনার প্রোফাইল ভেরিফিকেশন করবে। সেই কাজ হয়ে গেলেই আপনার টুইটার ব্লু অ্যাকটিভেট হয়ে যাবে। আরও পড়ুন: ব্রিটিশ ভারতের ১৯৩১ সালের পাসপোর্ট! কতটা আলাদা ছিল দেখতে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

টেকটক খবর

Latest News

IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? রকেট রেডি, মানুষ নিয়ে মহাকাশে যাবে ভারতের গগনযান, থাকবে কতদিন, কবে অভিযান? মমতাকে ‘অসাম্প্রদায়িক’ ভাবতাম, এখন দেখছি….! রাগে চিড়বিড় করছেন বাংলাদেশি নেতারা মর্মান্তিক! সৈকতে বসে যোগা করছিলেন, ঢেউ এসে টেনে নিয়ে গেল, তলিয়ে গেলেন অভিনেত্রী বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… ইলন মাস্কের সংস্থাকে সুবিধা করে দিতে নিরাপত্তা বিধি শিথিল করবে ভারত? বাংলাদেশে UN সেনা পাঠানোর সওয়াল মমতার, রাজনীতি করবেন না, পালটা ইউনুসের উপদেষ্টা ‘আমাকেই ফিরতে হচ্ছে…’ হোর্ডিংয়ের ছবি দেখে চমকে গেল নাগপুর, CM ধাঁধা মহারাষ্ট্রে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু! পাত্র কে? কবে বিয়ে? বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল

IPL 2025 News in Bangla

IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.