ইলন মাস্ক গত মাসেই ভেরিফিকেশন-সহ ব্লু সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেন। কিন্তু এর সুবিধা নিয়ে টাকার বিনিময়ে প্ল্যাটফর্মে ব্র্যান্ড এবং সেলিব্রিটিদের নামে বেশ কয়েকটি ভেরিফায়েড ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তুমুল বিতর্কের মুখে এই প্ল্যান বন্ধ হয়ে যায়।
1/5ফের চালু হচ্ছে টুইটার ব্লু সাবস্ক্রিপশন। রবিবার সেই বিষয়ে ঘোষণা করেছে সংস্থা। ১২ ডিসেম্বর থেকে টুইটারের এই পরিষেবা ও ভেরিফিকেশন মিলবে। এর জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাসে ৮ ডলার করে দিতে হবে। আইফোনের ক্ষেত্রে ১১ ডলার খরচ। ফাইল ছবি: এএফপি (REUTERS)
2/5আইফোনের জন্য বেশি কেন? কারণ iOS অ্যাপের রেভেনিউ-এর উপর থেকে ৩০% ভাগ নেয় অ্যাপেল। সেই কারণেই অ্যাপেল ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনের খরচ কিছুটা বেশি। ফাইল ছবি; রয়টার্স (REUTERS)
3/5কী কী সুবিধা মিলবে? সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, টুইট Edit করার অপশন পেয়ে যাবেন। এছাড়াও 1080p ভিডিয়ো আপলোড, রিডার মোড এবং ব্লু চেকমার্কের মতো সুবিধা পাবেন। তবে সেটা অ্যাকাউন্ট ম্যানুয়ালি ভেরিফিকেশন হওয়ার পর তবেই। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5ইলন মাস্ক গত মাসেই ভেরিফিকেশন-সহ ব্লু সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেন। কিন্তু এর সুবিধা নিয়ে টাকার বিনিময়ে প্ল্যাটফর্মে ব্র্যান্ড এবং সেলিব্রিটিদের নামে বেশ কয়েকটি ভেরিফায়েড ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তুমুল বিতর্কের মুখে এই প্ল্যান বন্ধ হয়ে যায়। ফাইল ছবি: এএফপি (REUTERS)
5/5এক্ষেত্রে উল্লেখ্য, টুইটার ব্লু-এর প্ল্যানটি যে ইলন মাস্কই এনেছেন, তা কিন্তু নয়। তার আগেও টুইটার ব্লু ছিল। তবে ম্যানুয়াল ভেরিফিকেশন, বিভিন্ন কালারের ব্যাজ ইত্যাদি ফিচার তিনি যোগ করেছেন। এর পাশাপাশি টুইটার ব্লু না নিলে ভেরিফিকেশন ব্যাজ হঠিয়ে দেওয়ারও পরিকল্পনা তাঁর। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)