বাংলা নিউজ > টেকটক > Twitter Edit Button: ‘আধ ঘণ্টায় মাত্র...’, টুইটার আনল ‘এডিট’ বোতাম, কীভাবে কাজ করবে এটি?

Twitter Edit Button: ‘আধ ঘণ্টায় মাত্র...’, টুইটার আনল ‘এডিট’ বোতাম, কীভাবে কাজ করবে এটি?

বছরের পর বছর বিতর্ক ও আলোচনার পর টুইটার অবশেষে 'এডিট বোতাম'-এর পরীক্ষামূলক প্রয়োগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। টুইটার ব্লু সাবস্ক্রিপশন পরিষেবার জন্য অর্থ প্রদানকরী ব্যবহারকারীদের মধ্যে থেকে আপাতত কাউকে কাউকে বেছে এই বিষয়টির পরীক্ষা চলছে। টুইটার কীভাবে তাদের অ্যাপের এই ফিচারকে কার্যকর করবে, সেই সংক্রান্ত পরিকল্পনার আরও বিশদ তথ্য প্রকাশিত হয়েছে সম্প্রতি। 

অন্য গ্যালারিগুলি