বাংলা নিউজ > টেকটক > ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা টুইটারের

৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা টুইটারের

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

টুইটারের কথায়, 'মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।'

টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন ইলন মাস্ক। সবাই ধরেই নিয়েছিলেন যে টুইটার এখন ইলনের সম্পত্তি। কিন্তু শেষ মুহূর্তে টুইটারের পলিসি পছন্দ না হওয়ায় সেটা বাতিল করেন ইলন। আর তার জেরেই চটল টুইটার ইনকর্পোরেটেড। বিশ্বের ধনীতম ব্যক্তির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করল সোশ্যাল মিডিয়া সংস্থা।

ডেলাওয়্যারের আদালতের কাছে টুইটারের আর্জি, চুক্তিমাফিক লেনদেন সম্পূর্ণ করুন ইলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার করে দেওয়ার আদেশ দেওয়ার আর্জি জানিয়েছে তারা।

টুইটারের কথায়, 'মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।'

মামলায় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলার সিইও-র বিরুদ্ধে টুইটারের কার্যপ্রণালী ও ব্যবসায় প্রভাব ফেলার অভিযোগ করা হয়েছে।

সংস্থার দাবি, এই টালমাটাল, অনিশ্চিত পরিস্থিতির কারণে বেড়েছে অ্যাট্রিশন রেটও। সংস্থা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বহু কর্মী।

চুক্তি ভাঙার কারণ হিসাবে ইলন মাস্ক কী বলেছিলেন?

টুইটারে জাল বা স্প্যাম অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বলেছিলেন ইলন মাস্ক। কর্তৃপক্ষ তার জবাব দিতে ব্যর্থ হয়। আর সেই কারণেই চুক্তি বাতিল করছেন বলে জানিয়ে দেন ইলন মাস্ক। টুইটারে বট, স্প্যাম অ্যাকাউন্টের নিষ্পত্তি না করলে চুক্তি করবেন না, টুইটেই বলেছিলেন তিনি।

বন্ধ করুন