Vodafone-Idea (Vi)-র নতুন ৬৯৯ টাকার প্ল্যানটার ব্যাপারে জানেন? হ্যাঁ, এমনই এক প্ল্যান চালু আছে টেলিকম সংস্থার। আর তা টেক্কা দেবে এয়ারটেল ও জিও-কেও। ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে ডেটা তো পাবেনই। রয়েছে কল, এসএমএসও সেই সঙ্গে পাবেন একটি OTT সাবস্ক্রিপশনও। তাই দেরি না করে, আসুন জেনে নেওয়া যাক VI-র ৬৯৯ টাকার প্ল্যানের বিষয়ে বিশদে।
এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল, ডেটা ব্যবহার করার জন্য কোনও উর্ধ্বসীমা নেই। অর্থাত্ প্ল্যানের এক মাসের মেয়াদে যে কোনও দিন আনলিমিটেড ডেটা পাবেন। এই প্ল্যানে, প্রতি মাসে ১০০ টি বিনামূল্যে SMS সহ সারা দেশে সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং পাবেন।
ভোডাফোনের এই ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে অনেক দুর্দান্ত অতিরিক্ত অফারও পাবেন। আমাজন প্রাইমের পাশাপাশি এক বছরের জন্য Disney + Hotstar সাবস্ক্রিপশনও পাবেন। এছাড়াও, কোম্পানি এতে Vi Movies এবং TV অ্যাপের ভিআইপি সাবস্ক্রিপশনও দিচ্ছে।
এক নজরে দেখে নিন Vi-এর ৬৯৯ টাকার প্ল্যানের বেনেফিট:
- মেয়াদ: ১ মাস
- মোট ডেটা: আনলিমিটেড
- মাসে ১০০টি এসএমএস
- আনলিমিটেড কল
- আমাজন প্রাইম সাবস্ক্রিপশন
- ১ বছরের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন