অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়াতে পেমেন্ট সিস্টেমটাই বদলে দিতে পারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। ক্রমাগত বাড়তে থাকা জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে, ইতিমধ্যেই কয়েকটি স্টার্টআপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে এনপিসিআই। জানা গিয়েছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ চালু করার জন্যই এই আলোচনা চলছে।
আরও পড়ুন: (Dating Scam: প্রেমের নামে ২৮ লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার, বাঁচার উপায় বলে এইভাবে সাবধান করছে পুলিশ)
পিন ব্যবহার না করে কীভাবে ইউপিআই করবেন ব্যবহারকারীরা
সূত্রের খবর, প্রস্তাবিত সিস্টেম চালু হলে ব্যবহারকারীদের এন্ড্রয়েড ডিভাইসে ইউপিআই করা জন্য নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সবটা করতে হবে। আর আইফোনে ফেস আইডি ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করার অনুমতি পাওয়া যাবে। দুই ধরনের ডিভাইস মিলিয়ে, বর্তমান চার বা ছয়-সংখ্যার ইউপিআই পিনকে এই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডিই প্রতিস্থাপন করবে।
আরও পড়ুন: (BSNL Data plan: সস্তায় হাই স্পিডে ডেটা দেবে BSNL! 4G নেটওয়ার্ক প্রস্তুত, এবার 5G-র পাল)
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সম্প্রতি ডিজিটাল লেনদেনে অতিরিক্ত ভাবে প্রমাণীকরণের বিকল্প পদ্ধতির সাহায্য নেওয়ার প্রস্তাব রাখার মাত্র এক সপ্তাহ পরেই পেমেন্ট সিস্টেম বদলে দেওয়ার এই খবর প্রকাশ্যে। পিন এবং পাসওয়ার্ড ছাড়াও, কেন্দ্রীয় ব্যাঙ্ক ফিঙ্গারপ্রিন্টের মতো বায়োমেট্রিক্স সহ অন্যান্য বিকল্পগুলিও ভেবে করার পরামর্শ দিয়েছে। মূলত, আর্থিক জালিয়াতি মোকাবেলায়, আরও নিরাপদ যাচাইকরণ পদ্ধতি জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণকে অগ্রাধিকারের দিতে চায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন: (মাইক্রোসফ্ট গণ্ডগোলের সুযোগ নিয়ে দেদার ফিশিং স্ক্যামে রত হল হ্যাকাররা!)
আধুনিক স্মার্টফোনগুলিতে, আজকাল এমনিতেই ফেস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইস আনলক করার মতো ফিচার দেওয়া হয়। এই অন্তর্নিহিত বায়োমেট্রিক ক্ষমতাগুলিকে কাজে লাগানোর মাধ্যমে, এনপিসিআই এর লক্ষ্য হল ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীর নিরাপত্তা এবং অভিজ্ঞতা আরও উন্নত করা।
বর্তমানে, একটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করে ইউপিআই করা হয়। যখন ব্যবহারকারীরা নিজেদের মোবাইল ডিভাইসে ইউপিআই-এর জন্য নথিভুক্ত করেন তখন প্রাথমিক ফ্যাক্টরটিতে ডিভাইস বাইন্ডিং জড়িত থাকে। সেকেন্ডারি ফ্যাক্টর হল ইউপিআই পিন, যা ব্যবহারকারীদের অবশ্যই লেনদেন নিশ্চিত করার জন্য লিখতে হয়। এই পিন এটিএম পিনের মতো করে কাজ করে।
যদিও এনপিসিআইয়ের বায়োমেট্রিক প্রমাণ দিয়ে, নতুন পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের টাইমলাইন এখনও অস্পষ্ট রয়ে গিয়েছে। তবুও মনে করা হচ্ছে যে এই নতুন পরিবর্তনটি বাস্তবায়িত হলে, ব্যবহারকারীদের জন্য অনলাইনে অর্থ প্রদান করা সহজ এবং আরও নিরাপদ হয়ে উঠবে।