UPI দিয়ে এখন বিদেশ থেকেও Gpay, Paytm করতে পারবেন ভারতীয়রা! আজই সূচনা করবেন প্রধানমন্ত্রী
Updated: 21 Feb 2023, 11:29 AM ISTকর্মসূত্রে বা বেড়াতে বহু ভারতীয় সিঙ্গাপুরে যান। এবার থেকে সেখানে তাঁদের বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের টাকা পাঠাতে Google Pay, PayTM এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) PayNow-এর সঙ্গে সংযুক্ত হবে।
সিঙ্গাপুরে এই ব্যবস্থা চালু হয়ে হতে চলেছে। কর্মসূত্রে বা বেড়াতে বহু ভারতীয় সিঙ্গাপুরে যান। এবার থেকে সেখানে তাঁদের বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের টাকা পাঠাতে Google Pay, PayTM এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) PayNow-এর সঙ্গে সংযুক্ত হবে। ফাইল ছবি: ইউপিআই
(AFP) পরবর্তী ফটো গ্যালারি