ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI)-র তথ্যানুযায়ী, মোট লেনদেনের পরিমাণ গত বছরের ডিসেম্বরের তুলনায় বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় মোট লেনদেনের সংখ্যা প্রায় ৭১% বৃদ্ধি পেয়েছে।
1/6UPI-তে ফের রেকর্ড লেনদেন। ডিসেম্বর ২০২২-এ ভারতে মোট ৭৮২ কোটি UPI লেনদেন হয়েছে। মোট লেনদেনের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ১২.৮২ লক্ষ কোটি টাকায়। তার আগের মাস, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে অনেকটাই লেনদেন বেড়েছে। ফাইল ছবি: ইউপিআই (MINT_PRINT)
2/6নভেম্বরের তুলনায় প্রায় ৭.১২% বেশি UPI লেনদেন করা হয়েছে ডিসেম্বরে। বেড়েছে লেনদেনের অঙ্কও। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোট লেনদেনের অঙ্ক ৭.৭৩% বেশি। ফাইল ছবি: ইউপিআই (MINT_PRINT)
3/6ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI)-র তথ্যানুযায়ী, মোট লেনদেনের পরিমাণ গত বছরের ডিসেম্বরের তুলনায় বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় মোট লেনদেনের সংখ্যা প্রায় ৭১% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: শাটারস্টক (MINT_PRINT)
4/6অন্যদিকে মোট লেনদেনের হওয়া টাকার পরিমাণও বেড়েছে ৫৫% । দেশে UPI-এর ব্যবহার যে দ্রুত গতিতে বাড়ছে, তার প্রমাণ এই পরিসংখ্যান। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
5/6গত ২ বছর ধরেই ক্রমাগত UPI-তে লেনদেনের সংখ্যা ও মোট টাকার অঙ্ক বৃদ্ধি পাচ্ছে। মাঝের কয়েকটি মাস বাদ দিলে এই গ্রাফ বেশ চড়াভাবে উর্ধ্বমুখী হয়েছে। ফাইল ছবি: এএফপি (MINT_PRINT)
6/6২০১৬ সালে UPI চালু হয় ভারতে। শুরুতে এই UPI নিয়ে সমালোচনা হলেও, পরে এটিই দেশের ডিজিটাল মডেলে বিপ্লব এনেছে। বর্তমানে প্রথম বিশ্বের বহু দেশের কাছেও ভারতের UPI মডেল পাঠ্য বিষয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (MINT_PRINT)