UPI-PayNow Link: নগদের চেয়ে অনলাইনেই বেশি লেনদেন হবে, বিশ্বাস প্রধানমন্ত্রীর
Updated: 21 Feb 2023, 06:33 PM ISTমঙ্গলবার এক সূত্রে জুড়ে গেল ভারতের UPI এবং সিঙ্গাপুরের PayNow প্ল্যাটফর্ম। এই ঐতিহাসিক যোগের মাধ্যমে ক্রস-বর্ডার কানেক্টিভিটি চালু হয়ে গেল। ফলে সেদেশে গিয়েও UPI-এর মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন ভারতীয়রা। এদিন নয়া ব্যবস্থার সূচনার ইভেন্টে যোগ দেন দুই দেশের প্রধানমন্ত্রী।
পরবর্তী ফটো গ্যালারি