সম্প্রতি একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। আর সেই উত্তাপ ঠান্ডা হতে না হতেই আরও এক ভয়ানক কাণ্ড। এবার ভয়াবহ আগুনে জ্বলে উঠল Tata Nexon EV। দাউ দাউ করে জ্বলে ওঠে টাটার ইলেকট্রিক এসইউভি।
ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে রাস্তার ধারে জ্বলছে সাদা রঙের গাড়িটি।
কোথাকার ঘটনা?
মুম্বইয়ের ওয়েস্ট ভাসাই এলাকার ঘটনা। একটি রেস্তোরাঁর বাইরে গাড়িটি পার্ক করা ছিল।
ঘটনা প্রথমে পথচারীদের নজরে আসে। তাঁরাই স্থানীয় পুলিশকর্মীদের খবর দেন। পুলিশকর্মী ও দমকলকর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের আগুন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা ধরা পড়েছে ভাইরাল ভিডিয়োয়।
ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি। এভাবে আগুন লাগার পেছনে কারণ এখনও জানা যায়নি।
বুধবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে টাটা মোটর্স। সংস্থা জানিয়েছে, কীভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো :
টাটা একইসঙ্গে জানায়, গত ৪ বছরে দেশে ৩০ হাজার ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে তারা। এমন ঘটনা এই প্রথম।
অন্যদিকে এ বিষয়ে পৃথক তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশও।