বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের বাদানুবাদ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকার সঙ্গে রীতিমতো মৌখিক যুদ্ধ করতে দেখা যায় গৌতম গম্ভীরকে। এই নিয়ে লেখালিখিও কম হয়নি।
তবে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে লড়াই এই প্রথম নয়। ২০১৩ সালে আরসিবি এবং কেকেআরের ম্যাচের সময়েও তাঁদের একইভাবে ঝগড়া করতে দেখা গিয়েছিল। আরও পড়ুন: IPL 2023: লখনউতে ঝামেলার আগে বেঙ্গালুরুতে ৪৫ মিনিট আড্ডা মেরেছিলেন কোহলি-গম্ভীর!
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম, হাসির ভিডিয়োর ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের ক্রিয়েটিভি সত্যিই চোখে পড়ার মতো। তবে তাঁদের সবাইকে মনে হয় ছাপিয়ে গিয়েছেন এক কোডার। টুইটারে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন নাম না জানা কোডার এই থিম নিয়েই একটি গেম তৈরি করে ফেলেছেন। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ভার্চুয়াল লড়াই দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়ো ক্লিপের শুরুতে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের অবতারদের হেঁটে আসতে দেখা য়াচ্ছে। তারপর ফিল্ডে এসে তাঁদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুই জনকে রীতিমতো ক্রিকেট ব্যাট নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা যায়।
তবে শুধু কোহলি-গম্ভীরই নন। গোটা টিমদেরই পরস্পরের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
এখনও পর্যন্ত এই ভিডিয়োতে ৪.৩৩ লক্ষেরও বেশি ভিউ এসেছে। ভিডিয়োটিতে কমেন্টে কোডারের প্রশংসা করেছেন অনেকেই। অনেকে এই গেম নিয়ে খেলার আগ্রহও প্রকাশ করেছেন।
লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে এই বাক লড়াইয়ের জেরে বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফি ১০০ শতাংশ জরিমানা করা হয়েছিল। গৌতম কোহলিও এই একই শাস্তি পেয়েছিলেন। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর এবং নবীন-উল-হক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে দোষ শিকার করে নিয়েছেন। আর সেই কারণে তাঁদের জন্য আলাদা করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আরও পড়ুন: DC vs RCB: বিধ্বংসী শুরু করার পরও ঠুকঠুক করে খেল না, বিরাটকে বার্তা শাস্ত্রীর