বাংলা নিউজ > টেকটক > সস্তা হল Vivo Y72 5G, জেনে নিন নতুন দাম, স্পেসিফিকেশন

সাধারণত রিলিজের কয়েক মাস বাদেই কমে যায় স্মার্টফোনের দাম। তাই নতুন কোনও ফোন বাজেটের তুলনায় বেশি দাম হতে পারে। তবে কয়েকমাস অপেক্ষা করলেই তা পাওয়া যায় আরেকটু কম দামে। ব্যাতিক্রম নয় Vivo Y72 5G স্মার্টফোনও। এক ধাক্কায় ১,০০০ টাকা দাম কমল Vivo Y72 5G-এর।

এতদিন এই Vivo Y72 5G-এর দাম ছিল ২০,৯৯০ টাকা। এবার সেই দাম কমে গেল ১,০০০ টাকা। বর্তমানে Vivo Y72 5G-র দাম ১৯,৯৯০ টাকা। অর্থাত্ ২০,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন ভাল ক্যামেরাসহ 5G স্মার্টফোন।

আরও পড়ুন : How long Covid-19 Particles stay in Bathroom: বাড়িতে কোভিড রোগী, তিনি বাথরুম ব্যবহার করার কত ক্ষণ বাদে সেখানে যাবেন

এক নজরে দেখে নিন Vivo Y72 5G-র স্পেসিফিকেশন (Vivo Y72 5G Specification):

RAM : 8 GB

Internal Memory : 128 GB

Processor : কোয়ালকম স্ন্যাপড্রাগন 480

ব্যাটারি : 5000 mAh

ডিসপ্লে : ৬.৫৮ ইঞ্চি IPS LCD

আরও পড়ুন : Hemant Birje: সড়ক দুর্ঘটনায় আহত ‘টারজান’ অভিনেতা হেমন্ত বিরজে এবং তাঁর স্ত্রী

রিয়ার ক্যামেরা : ৪৮+২ MP

ফ্রন্ট ক্যামেরা : ৮ MP

OS: অ্যান্ড্রয়েড 11 (FunTouch OS)

দাম (Vivo Y72 5G Price in India) : Vivo Y72 5G-র দাম ১৯,৯৯০ টাকা (8GB+128GB)।

বন্ধ করুন