Vodafone Idea denies data breach report: কোনও গ্রাহকের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করল ভোডাফোন আইডিয়া। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভোডাফোন-আইডিয়ার সিস্টেমে সুরক্ষার অভাবের কারণে টেলিকম সংস্থার দু'কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
1/4দু'কোটি গ্রাহকের ডেটা ফাঁসের অভিযোগ ওড়াল ভোডাফোন-আইডিয়া। টেলিকম সংস্থার তরফে দাবি করা হয়েছে, প্রায় দু'কোটি গ্রাহকের ডেটা ফাঁসের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা 'ভুয়ো এবং বিদ্বেষপরায়ণ'। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/4সাইবার সুরক্ষা সংক্রান্ত রিসার্চ ফার্ম সাইবারএক্স৯-র প্রতিবেদনে দাবি করা হয়, ভোডাফোন-আইডিয়ার সিস্টেমে সুরক্ষার অভাবের কারণে টেলিকম সংস্থার দু'কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। গ্রাহকরা কতক্ষণ কথা বলেছেন, কখন ফোন করেছেন, গ্রাহকের পুরো নাম, কোথা থেকে ফোন করা হয়েছে, গ্রাহকের ঠিকানা, রোমিং সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/4সংবাদসংস্থা পিটিআইয়ে রবিবার সাইবারএক্স৯-র প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু পাঠক জানিয়েছিলেন, তথ্য ফাঁসের বিষয়টি ভোডাফোন আইডিয়াকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে। তিনি বলেছিলেন, 'পরে ২২ অগস্ট ভোডাফোন আইডিয়ার তরফে আমাদের রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়। যে ফাঁকফোকর ধরা পড়েছিল, তা স্বীকার করে নিয়েছিল ভোডাফোন আইডিয়া। যা আমরা ২৪ অগস্ট প্রকাশ করেছিলাম।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ভোডাফোন আইডিয়া। টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, বিলিং কমিউনিকেশনে একটি 'সম্ভাব্য ফাঁক' ধরা পড়েছে। যা অবিলম্বে ঠিক করে দেওয়া হয়েছে। কোনও গ্রাহকের ডেটা ফাঁস হয়নি। ভোডাফোন আইডিয়ার ডেটা পুরোপুরি সুরক্ষিত আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)