ডাউন-ডিটেক্টরেও দেখা গিয়েছে, দুপুর ৩টের পর থেকে অনেকে নেটওয়ার্কের সমস্যার কথা রেজিস্টার করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টেয় আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ ছিল। বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য অনেকে মুখিয়ে ছিলেন। আর এই সময়ে নেটের সমস্যা হওয়ায় অনেক ব্যবহারকারীর খেলা দেখতে বাধা পড়ে।
1/5মঙ্গলবার দুপুর থেকে ভোডাফোন-আইডিয়ার ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দেয় কলকাতায়। অনেকেই এই বিষয়ে কাস্টমার কেয়ারে জানান। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5ডাউন-ডিটেক্টরেও দেখা গিয়েছে, দুপুর ৩টের পর থেকে অনেকে নেটওয়ার্কের সমস্যার কথা রেজিস্টার করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টেয় আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ ছিল। ফাইল ছবি: ডাউনডিটেক্টর (HT Bangla)
3/5বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য অনেকে মুখিয়ে ছিলেন। আর এই সময়ে নেটের সমস্যা হওয়ায় অনেক ব্যবহারকারীর খেলা দেখতে বাধা পড়ে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla)
4/5এরপর যদিও সন্ধ্যার মধ্যেই নেট পরিষেবা রিস্টোর করেছে ভোদাফোন আইডিয়া। এই বিষয়ে টুইট করা গ্রাহকদের সঙ্গেও দ্রুত যোগাযোগ করেছে সংস্থার কাস্টমার কেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (HT Bangla)
5/5এর আগে সোমবার রাতেও একইরকম নেটের সমস্যার কথা জানান ভোডাফোন-আইডিয়া ব্যবহারকারীরা। তার আগে অক্টোবরে প্রায় ৪ ঘণ্টা ভোডাফোন আইডিয়ার নেট পরিষেবা ব্যহত হয়েছিল কলকাতায়। ফাইল ছবি: টুইটার (HT Bangla)