অনেকেই চান নিজের মনের মতো ফোন নম্বর পেতে। স্ট্যাটাস সিম্বল হিসেবেই হোক বা মুখস্ত করার সুবিধার জন্য, বিশেষ ফোন নম্বর টাকা দিয়ে নেন অনেক টেলিফোন ইউজার। তবে এবার সেই সুবিধা বিনামূল্যে দেওয়ার কথা জানাল ভোডাফোন-আইডিয়া। শুধু তাই নয়, অনলাইনেই এই ফোন নম্বর পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক কীভাবে ভোডাফোন-আইডিয়া'র বিশেষ ফোন নম্বর আপনি পেতে পারেন-
১. প্রথমেই আপনি চলে যান Vi- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
২. সেখানে হেডার মেনুতে চলে যান নিউ কানেকশন ট্যাবে।
৩. এখানে আপনি ক্লিক করুন ফ্যান্সি নম্বর ক্যাটেগরিতে।
৪. অন্য একটি ওয়েবপেজ খুলে যাবে, যেখানে জিজ্ঞেস করা হবে আপনি প্রিপেইড নম্বর চান না পোস্টপেইড।
৫. এরপর আপনাকে ব্য়ক্তিগত কিছু ডিটেলস জমা দিতে হবে। এরপর আপনাকে যেসব নম্বর বর্তমানে খালি আছে সেগুলির মধ্যে থেকে বাছতে হবে।
৬. ভিআইপি নম্বর নিলে ৫০০ টাকা দিতে হবে।
৭. আপনার অ্যাড্রেসটি জুড়ে দিলেই সেখানে এসে যাবে সিম।
প্রসঙ্গত, ঋণের দেনায় ভোগা ভোডাফোন-আইডিয়াকে সাহায্য রতে এগিয়ে এসেছে সরকার। প্রায় ৩৩ শতাংশ শেয়ার সরকারের কাছে যাবে, যার জেরে সংস্থার প্রোমোটারের হোল্ডিং ৭৫ থেকে ৫০ শতাংশ হয়ে যাবে। স্টকের দাম ১০ টাকার ওপর যাওয়ার পর কিনবে সরকার। বর্তমানে সংস্থার থেকে অদেয় ১৬০০০ কোটি টাকাকেই ইক্যুটিতে বদলে নিচ্ছে সরকার।