বয়স হলেই শুধুমাত্র পর্ন দেখতে দেবে সরকার। নতুন ডিজিটাল ওয়ালেট অ্যাপ দিয়েই যাচাই করা হবে দর্শকের বয়স। এরপরেই তাঁকে পর্ন দেখার অনুমতি দেওয়া হবে। দেশের নাবালকদের স্বার্থে এমনই নিয়ম চালু করেছে স্প্যানিশ সরকার।
জানা গিয়েছে, স্পেনের ওই ডিজিটাল ওয়ালেট অ্যাপ দিয়েই পর্ন পাসপোর্ট তৈরি করা হবে। সেই পাসপোর্ট ফিচারটি ইতিমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে অ্যাপটিতে। এই পাসপোর্টের মাধ্যমে, বয়স যাচাই করার পরই, প্রাপ্তবয়স্করা পর্ন কন্টেন্ট দেখার সুবিধা নিতে পারবেন। এর দরুণ, নাবালকদের এই ধরনের অ্যাডাল্ট ভিডিয়ো দেখে দূরে রাখা যাবে।
আরও পড়ুন: (অক্টোবরে গাড়ির বাজার কাঁপিয়েছে Maruti Suzuki, ২ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে পুজোর মাসে)
কীভাবে কাজ করবে এই নতুন সিস্টেম
অ্যাপটি ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করার জন্য, পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করবে, তবে নিশ্চিতরূপে এটি কোনও ব্যক্তিগত বিবরণ প্রকাশ করবে না বলেই নিশ্চিত করা হয়েছে।
যখনই কোনও ব্যবহারকারী একটি পর্ন সাইটে প্রবেশের চেষ্টা করবেন, স্ক্রিনে একটি প্রম্পট ভেসে উঠবে। এটি ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযুক্ত করবে। অ্যাপটিতে ব্যবহারকারীর বয়স একবার যাচাই করা হলেই, তাঁরা সাইটে যেতে পারবেন। তাঁরা এক মাসের পর্ন ক্রেডিটও পাবেন। প্রতিটি ক্রেডিট, এক-একটি অনন্য কিউআর কোডের সঙ্গে সংযুক্ত থাকবে। এর দরুণ তাঁরা এক মাসের জন্য পর্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। কোনও ক্রেডিট ব্যবহারের আগে, প্রত্যেকটি ক্রেডিটে ১০ বার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।
ব্যবহারকারীরা মাসের মধ্যে যতবার খুশি ততবার পর্ন ক্রেডিট রিনিউ করতে পারবেন। যদি তাঁদের টোকেন শেষ হয়ে যায়, ডিজিটাল পাসপোর্ট রিনিউ করার জন্য একটি নোটিফিকেশনও আসবে ডিভাইসে।
আরও পড়ুন: ('এ তো টয়লেট'- ম্যাপে দীপাবলির প্রদীপ বানাতে, ৫ কিমি দৌড়োলেন ব্যক্তি! আর্ট দেখে হাসাহাসি)
সরকার কী বলছে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, সবচেয়ে হতবাক করার মতো বিষয় হল, ১৫ বছরের কম বয়সী প্রায় অর্ধেক তরুণ পর্ন দেখে। তাই স্প্যানিশ সরকারের দাবি যে, সিস্টেমটি জটিল, এটি গোপনীয়তাও রক্ষা করবে, ব্যবহারকারীদেরও ট্র্যাক করবে। নাবালকদের এ থেকে দূরে রাখবে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের অনুমতি দেওয়া হবে।