সকলেরই হোয়াটসঅ্যাপে এমন অগুনতি গ্রুপের ছড়াছড়ি। অনেক সময়েই এতগুলি গ্রুপের কারণে বিষয়টা পুরো 'ঘেঁটে ঘ' হয়ে যায়। আর সেই কারণেই পুরো ব্যাপারটা সহজ, দ্রুত করতে চাইছে WhatsApp। সমস্ত গ্রুপই এবার একটি নির্দিষ্ট ট্যাব- কমিউনিটিজ-এর মধ্যে ঢুকে যাবে।
1/5পুরনো বন্ধুদের গ্রুপ। নতুন বন্ধুদের গ্রুপ। মামাবাড়ির আত্মীয়দের গ্রুপ। কাকার দিকের আত্মীয়দের গ্রুপ। আমাদের সকলেরই হোয়াটসঅ্যাপে এমন অগুনতি গ্রুপের ছড়াছড়ি। অনেক সময়েই এতগুলি গ্রুপের কারণে বিষয়টা পুরো 'ঘেঁটে ঘ' হয়ে যায়। আর সেই কারণেই পুরো ব্যাপারটা সহজ, দ্রুত করতে চাইছে WhatsApp। সমস্ত গ্রুপই এবার একটি নির্দিষ্ট ট্যাব- কমিউনিটিজ-এর মধ্যে ঢুকে যাবে। এমনি চ্যাট করার সময়ে সেই তালিকা তো থাকবেই। এদিকে কোনও গ্রুপ খুলতে হলে আর আলাদা করে খোঁজাখুঁজি করতে হবে না। কমিউনটিজ-এর মধ্যেই, এক স্থানে আপনার যাবতীয় গ্রুপ পর পর সাজানো থাকবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
2/5এবার আপনি চাইলে Friends, Work, Relatives-এই ভাবে পর পর বিভিন্ন গ্রুপ একসঙ্গে একত্রিত করে রাখতে পারেন। এই কমিউনিটির মাধ্যমে একাধিক গ্রুপে একসঙ্গে একই মেসেজ, ফাইল পাঠানো যাবে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
3/5ইদানিং গ্রুপের বিষয়ে একটু বেশিই নজর দিচ্ছেন হোয়াটসঅ্যাপ ডেভলপাররা। এতদিন হোয়াটসঅ্যাপে, একটি গ্রুপে সর্বোচ্চ ৫১২ জন যোগ করা যেত। তবে এখন সেই সংখ্যা বেড়ে ১০২৪ করছে হোয়াটসঅ্যাপ। ফলে, আরও বড় বড় গ্রুপ বানানো যাবে। বিশেষত পেশাদার সংস্থা, কোনও হবি গ্রুপ, স্কুল/কলেজের রিউইনিয়নের গ্রুপ, রাজনৈতিক গ্রুপগুলির ক্ষেত্রে এতে অনেক বেশি সুবিধা হবে। এই গ্রুপগুলিতে এতদিন ৫১২ জনের সীমাবদ্ধতার কারণে কখনও কখনও সমস্যা হত। নতুন কাউকে যোগ করা যেত না। ফাইল ছবি : মিন্ট (PTI)
4/5এখানেই শেষ নয়। এই বিশাল গ্রুপের ৩২ জন পর্যন্ত সদস্য একসঙ্গে ভিডিয়ো কলে অংশ নিতে পারবেন। এছাড়াও, অনেকটা গুগল মিটের মতোই ভিডিয়ো মিটিংয়ের লিঙ্ক আগে থেকে শেয়ার করেও রাখা যাবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5এত কিছু হলেও, নিরাপত্তায় কোনও বদল হচ্ছে না। আগের মতোই চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিশন বজায় থাকবে। সম্প্রতি Meta-র সিইও মার্ক জুকারবার্গ বলেন, 'হোয়াটসঅ্যাপ তাদের প্রতিদ্বন্দীদের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষিত।' (ছবি সৌজন্য ব্লুমবার্গ) (PTI)