‘Community’-র মধ্যে সব Group ঢুকিয়ে দেবে WhatsApp, আপনি জানেন তো?
Updated: 03 Nov 2022, 04:54 PM ISTসকলেরই হোয়াটসঅ্যাপে এমন অগুনতি গ্রুপের ছড়াছড়ি। অনেক সময়েই এতগুলি গ্রুপের কারণে বিষয়টা পুরো 'ঘেঁটে ঘ' হয়ে যায়। আর সেই কারণেই পুরো ব্যাপারটা সহজ, দ্রুত করতে চাইছে WhatsApp। সমস্ত গ্রুপই এবার একটি নির্দিষ্ট ট্যাব- কমিউনিটিজ-এর মধ্যে ঢুকে যাবে।
পরবর্তী ফটো গ্যালারি