এখন প্রায় সবার স্মার্টফোনেই WhatsApp। কোটি-কোটি মানুষ এটি ব্যবহার করেন। সময়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে বিভিন্ন আপডেট, পরিবর্তন করা হয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের ইন্টারফেস সম্পর্কিত বেশ কিছু পরিবর্তন করেছে। আইফোনের হোয়াটসঅ্যাপের ভার্সানের মতোই, নীচের অংশে কল, স্ট্যাটাস এবং চ্যাটের ট্যাব শো করছে। এক রিপোর্টে জানা গিয়েছে যে, এবার গ্রুপ সেটিংসেও পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। শীঘ্রই সবার ফোনে এই আপডেট এসে যাবে। আপাতত রোল আউটের প্রস্তুতি চলছে। আরও পড়ুন: Jamai Sasthi Wishes: আজ জামাইষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা
হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট এবং নয়া ফিচার্সের ট্র্যাক করে WABetaInfo। তাদের নয়া রিপোর্টে বলা হয়েছে, এই নতুন আপডেট ইতিমধ্যেই সীমিত পরিমাণে রোলআউট হয়েছে। তবে তা শুধুমাত্র বেটা টেস্টারদের জন্যই উপলব্ধ। রিপোর্টে বলা হয়েছে, 'হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপের ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন করেছে। অনেক বেটা ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ২.২৩.১১.১১ আপডেটের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ বেটা ইনস্টল করার পরে এই নতুন ডিজাইন করা গ্রুপ সেটিংস দেখতে পাচ্ছেন।'
আগের তুলনায় আরও সহজ ইন্টারফেস
WABetaInfo-র প্রতিবেদনে বলা হয়েছে, আগামিদিনে হোয়াটসঅ্যাপের গ্রুপ সেটিংয়ের ইন্টারফেস আরও সহজ ও সুন্দর করা হয়েছে। কোনও অপশনে ট্যাপ করার সময়ে নতুন উইন্ডো খোলার পরিবর্তে গ্রুপ সেটিংস এনাবেল বা ডিসাবেল করার অপশন একটি জায়গাতেই পাশাপাশি দেখা যাবে।
এই নয়া আপডেটের পর একাধিক অপশন একটি জায়গাতেই দেখা যাবে। এতে নতুন নতুন উইন্ডো খুলতে হবে না। এতে সময় বাঁচবে।
এর পাশাপাশি গ্রুপ অ্যাডমিনদেরও আরও বেশি কনট্রোল দেওয়া হয়েছে।
আপাতত কিছুদিন অপেক্ষার পালা
WhatsApp জানিয়েছে, ব্যবহারকারীরা এই আপডেট পেয়ে গেলে আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও সহজ একটি ইন্টারফেস পাবেন। এর ফলে তাঁদের চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও ভাল হবে। এর জন্য বেশ কিছু বড়সড় পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।
তবে পুরোটাই এখনও বেটা টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। সেখানে বাগ বা, ত্রুটি সংশোধন করার পরে তবেই একেবারে চূড়ান্ত ভার্সানে আপডেটগুলি আনা হবে।
ফলে আপাতত হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচারগুলি পেতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর তারপরেই পাবেন একেবারে ঝকঝকে, এক নতুন হোয়াটসঅ্যাপ। আরও পড়ুন: WhatsApp-এ মেসেজ পাঠানোর পরও করা যাবে ‘Edit’, কতক্ষণ সুযোগ মিলবে?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup