WhatsApp Message yourself: মূলত এই নিজেকে মেসেজ কর... more
WhatsApp Message yourself: মূলত এই নিজেকে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। ধরুন বাজার করতে যাবেন, তার আগে হোয়াটসঅ্যাপ খুললেন। সেখানে পরপর ফর্দ লিখে নিজেকেই মেসেজ করে রাখলেন। বাজারে গিয়ে সেটা দেখে দিব্যি কেনা কাটা করলেন।
1/5'নিজেকেই মেসেজ করুন' বা 'Message yourself'। নতুন ফিচার রোলআইট করল হোয়াটসঅ্যাপ। নাম থেকে স্পষ্ট, এতে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের টেক্সট মেসেজ করতে পারবেন। কিন্তু তাতে লাভ কী? ফাইল ছবি: ব্লুমবার্গ (HT Bangla)
2/5মূলত এই নিজেরে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। ধরুন বাজার করতে যাবেন, তার আগে হোয়াটসঅ্যাপ খুললেন। সেখানে পরপর ফর্দ লিখে নিজেকেই মেসেজ করে রাখলেন। বাজারে গিয়ে সেটা দেখে দিব্যি কেনা কাটা করলেন। ফাইল ছবি: হোয়াটসঅ্যাপ (HT Bangla)
3/5শুধু তাই নয়। ধরুন কোনও দরকারি ছবি, রিমাইন্ডার সবই লিখে রাখতে পারবেন এই নিজেকে মেসেজ করা চ্যাটবক্সে। তাই এর যে লাভ অনেক, তা বলাই বাহুল্য। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
4/5মেসেজ ইওরসেল্ফ ফিচারটি যেভাবে ব্যবহার করবেন: প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর নতুন চ্যাট শুরু করুন। কনট্যাক্ট দেখাবে যেখানে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটা আসবে। তাতে ক্লিক করলেই হবে। সেই চ্যাটবক্সে মেসেজিং শুরু করুন। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
5/5এটিও এনক্রিপটেড। অর্থাত্ আপনার নোটস আপনি ছাড়া কারও দেখার উপায় নেই। ফলে বেশ সুরক্ষিত। তাছাড়া এর ফলে নোটস বানিয়ে, সেটি পরে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে অন্য ডিভাইসেও অ্যাকসেস করা যাবে। ফাইল ছবি: পিটিআই (HT Bangla)