বর্তমানে যে হারে কল আসছে, তা অন্তত ৫০% হ্রাস করার ... more
বর্তমানে যে হারে কল আসছে, তা অন্তত ৫০% হ্রাস করার প্রচেষ্টা করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা।
1/5WhatsApp-এ অচেনা বিদেশি নম্বর থেকে রাতদুপুরে ফোন পাচ্ছেন অনেকে। সময়ের সঙ্গে ক্রমেই বাড়ছে এই ঘটনা। এই বিষয়ে মুখ খুলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ভারতীয় ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়ে তারা সচেতন। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5বর্তমানে যে হারে কল আসছে, তা অন্তত ৫০% হ্রাস করার প্রচেষ্টা করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা। ফাইল ছবি: এএফপি (Twitter)
3/5সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে হোয়াটসঅ্যাপকে সতর্ক করা হয়। এর প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ জানায়, 'ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিরাপত্তা রক্ষা করা Meta ও হোয়াটসঅ্যাপের অন্যতম অগ্রাধিকার। আমরা সরকারের দেখানো পথেই, ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়ে সহমত।' ফাইল ছবি: এএফপি (Twitter)
4/5এর আগে এই একই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে WhatsApp। তাতে ব্যবহারকারীদের এমন অচেনা বিদেশি নম্বর রিপোর্ট ও ব্লক করার পরামর্শ দেওয়া হয়। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Twitter)
5/5এই জাতীয় অচেনা, বিদেশি নম্বর থেকে মিস কল পেলে তাই কল ব্যাক বা মেসেজ না করাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, কল ব্যাক করা বা মেসেজের মাধ্যমে প্রতারকরা ফাঁদে ফেলতে পারে ব্যবহারকারীদের। তাই এমন মিসকল পেলে সেই নম্বর দ্রুত রিপোর্ট ও ব্লক করুন। ফাইল ছবি: রয়টার্স (Twitter)