বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে ব্যবসা, ক্লাব, রাজনৈতিক দল, অফিসগুলির সুবিধা হবে। এর মাধ্যমে একসঙ্গে সকল সদস্যকে মেসেজ পাঠানো যাবে।
1/5একটি গ্রুপ চ্যাটই ১,০২৪ জন! হ্যাঁ, খুব শীঘ্রই এটি বাস্তবায়িত করতে চলেছে WhatsApp। সম্প্রতি WABetaInfo এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে। ফাইল ছবি : রয়টার্স (Soumick/HT Bangla)
2/5বর্তমানে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ চ্যাটে ৫১২ জন এক সঙ্গে যোগ করা যায়। তবে খুব বেশিদিন নয়, চলতি বছরের শুরুতেই এই সংখ্যাটি বৃদ্ধি করেছে মেটা। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
3/5এর আগে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২৫৬ জনকে যোগ করা যেত। ফাইল ছবি : মিন্ট (Soumick/HT Bangla)
4/5WABetaInfo-র প্রতিবেদনে বলা হয়েছে, ১,০২৪ জনকে যোগ করার এই ফিচারটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর হোয়াটসঅ্যাপ বেটাতে এসে গিয়েছে। তবে, আপাতত এটি স্বল্প সংখ্যক বেটা টেস্টারের হাতেই এসেছে। ফাইল ছবি : রয়টার্স (Soumick/HT Bangla)
5/5বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে ব্যবসা, ক্লাব, রাজনৈতিক দল, অফিসগুলির সুবিধা হবে। এর মাধ্যমে একসঙ্গে সকল সদস্যকে মেসেজ পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম যদিও এই বিষয়ে অনেকটাই এগিয়ে। সেখানে একটি গ্রুপে ২ লক্ষ মেম্বার অ্যাড করা যায়। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Soumick/HT Bangla)