বাংলা নিউজ > টেকটক > ২০২২-এ WhatsApp বদলেছে অনেকটা, জানেন নতুন কী কী ফিচার্স এসেছে?

২০২২-এ WhatsApp বদলেছে অনেকটা, জানেন নতুন কী কী ফিচার্স এসেছে?

প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

ভয়েস কলিং, গ্রুপ চ্যাটকে আরও উন্নত করা হয়েছে। এর পাশাপাশি প্রাইভেসির স্তরও আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ২০২২ সালটা মেটার এই মেসেজিং অ্যাপের জন্য বেশ উল্লেখযোগ্য ছিল। বছর শেষে এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কী কী বদল এসেছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপে চলতি বছর বেশ কিছু বদল হয়েছে। প্রায় ২০টিরও বেশি নতুন ফিচার যোগ হয়েছে ২০২২ সালে। ভয়েস কলিং, গ্রুপ চ্যাটকে আরও উন্নত করা হয়েছে। এর পাশাপাশি প্রাইভেসির স্তরও আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ২০২২ সালটা মেটার এই মেসেজিং অ্যাপের জন্য বেশ উল্লেখযোগ্য ছিল।

বছর শেষে এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কী কী বদল এসেছে হোয়াটসঅ্যাপে।  

প্রাইভেসিতে বদল

হোয়াটসঅ্যাপ প্রাইভেসি নীতিতে ২০২২ সালে বেশ কিছু পরিবর্তন এনেছে।

১. অনলাইন স্টেটাস হাইড: ব্যবহারকারীদের স্টেটাস কে কে দেখতে পাবেন, কে পাবেন না, তা আলাদাকরে নিয়ন্ত্রণ করার সুবিধা দেওয়া হয়েছে।

২. গ্রুপ থেকে চুপি চুপি: কোনও গ্রুপ থেকে লিভ নিলে আর আগের মতো প্রত্যেকে তা জানতে পারেন না। শুধুমাত্র অ্যাডমিনরাই সেটা জানেন।

৩. ভুল করে ডিলিট: ভুল করে কিছু ডিলিট ফর এভারিওয়ান করতে গিয়ে অনেকেই ডিলিট ফর মি করে দেন। সেটা মাথায় রেখেই এবার ৫ সেকেন্ডের মধ্যে Undo করার নয়া ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

কমিউনিটি ফিচার

১. 'কমিউনিটিস' ফিচারের মাধ্যমে স্কুল, ক্লাব বা অফিস হিসাবে একাধিক গ্রুপকে এক-একটি সেকশনে ঢুকিয়ে দিতে পারবে। এর ফলে গ্রুপের বিষয়টি আরও সহজ হয়ে যাবে।

২. কমিউনিটিস-এর পাশাপাশি, হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজিংয়ের নতুন ফিচারও চালু হয়েছে। এর মধ্যে অন্যতম চ্যাট পোল তৈরির ফিচার।

৩. এর পাশাপাশি এখন একটি গ্রুপে সদস্য সংখ্যার উর্ধ্বসীমা ১,০২৪ জন করা হয়েছে।

৪. অ্যাডমিনদের জন্য গ্রুপের কোনও মেসেজ ডিলিট করার ক্ষমতা দেওয়া হয়েছে।

ভয়েস ও ভিডিয়ো কলিং

১. এখন থেকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন মিলে ভয়েস ও ভিডিয়ো কল করা যাবে। আগে এটি ছিল মাত্র ৮ জন। করোনা পরিস্থিতির পর গ্রুপ ভিডিয়ো কলিং ফিচারের চাহিদা বৃদ্ধি পায়। তাই বেশি সংখ্যক সদস্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ডেভেলপাররা।

২. কলে থাকা ব্যক্তিদের মেসেজ বা মিউট করার ফিচার যোগ হয়েছে।

৩. কল লিঙ্ক ফিচারও নতুন যোগ করেছে মেটা। এর ফলে গুগল মিটের মতোই কাউকে আপনার গ্রুপ কলে যোগদানের জন্য সরাসরি লিঙ্ক পাঠাতে পারবেন।

৪. কলের মধ্যে ব্যানার নোটিফিকেশন যোগ হয়েছে। কেউ নতুন জয়েন করলে দেখা যাবে।

ভয়েস মেসেজ

১. মার্চে চ্যাট প্লেব্যাকের ফিচার যোগ হয়। অর্থাত্, অন্য চ্যাট খোলা, সেখান থেকে বেরিয়ে আসা, যা-ই করুন না কেন, আপনি যে ভয়েস মেসেজটা শুনছেন, সেটি ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে।

২. ভয়েস রেকর্ডিংয়ের সময়ে পজ বা রিজিউমের অপশন যোগ করা হয়েছে।

৩. ভয়েস মেসেজ পাঠানোর আগে তা নিজে প্লে করে শুনতে পারবেন।

৪. ভয়েস মেসেজ তাড়াতাড়ি শুনতে প্লেব্যাক স্পিড বাড়াতে পারবেন।

নয়া ফিচার

১. নিজেকেই নিজে মেসেজ করার ফিচার যোগ হয়েছে। ফলে আপনার বাজারের ফর্দ থেকে প্রয়োজনীয় ছবি, সেখানেই মেসেজ করে রাখতে পারবেন।

২. ফাইল, ফটো, ভিডিয়ো পাঠানোর উর্ধ্বসীমা বাড়িয়ে ২ জিবি করে দেওয়া হয়েছে।

৩. অ্যান্ড্রয়েড থেকে iOS বা উল্টো পথেও সহজেই চ্যাট, অ্যাকাউন্টের তথ্য ট্রান্সফার করতে পারবেন।

৪. মেসেজে ফেসবুকের মতো করেই ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবেন।

টেকটক খবর

Latest News

শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী?

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.