Xiaomi-র 5G-র সম্ভারে যোগ হল আরও একটি নতুন স্মার্টফোন। শুক্রবার ভারতে লঞ্চ হল Xiaomi Mi 11X Pro ।
আগামী ২৪ এপ্রিল পর্যন্ত প্রিবুকিং করা যাবে এই স্মার্টফোনের।
প্রথমত 5G । তার সঙ্গেই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। দ্রুত ইন্টারনেট কানেকশান ও উন্নত মানের ক্যামেরা- দুইই পাবেন Xiaomi-র নয়া স্মার্টফোনে।
তবে, এক্ষেত্রে উল্লেখ্য যে অন্যান্য স্পেসিফিকেশনের তুলনায় ব্যাটারি যেন একটু হলেও কম। আজকাল এই দামের রেঞ্জে অন্তত 5000 mAh ব্যাটারি আশা করেন ক্রেতারা। তবে, ফোনের UI, সফটওয়্যারের উপরেও ব্যাটারির আয়ু নির্ভরশীল। তাছাড়া ফাস্ট চার্জের সুবিধাও থাকছে।
এক নজরে দেখে নিন Xiaomi Mi 11X Pro-র স্পেসিফিকেশন :
RAM : 8 GB
Internal Memory : 128 GB / 256 GB
Processor : Snapdragon 888
ব্যাটারি : 4,520mAh 33 W ফাস্ট চার্জিং
ডিসপ্লে : 6.67-inch FHD+ E4 AMOLED
রিয়ার ক্যামেরা : 108MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ম্যাক্রো সেন্সর
সেলফি ক্যামেরা : 20MP
দাম : Xiaomi Mi 11X-র দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে(8GB +128GB)।