একটি-দু'টি অর্ডার নয়। গোটা একটি দিন ডেলিভারি করেন তাঁরা। পরনে থাকে জোমাটোর লাল টি-শার্ট। রীতিমতো মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ডেলিভারি করেন দ্বীপিন্দর গোয়েল-সহ উচ্চপদস্থ জোমাটো আধিকারিকরা।
1/5জোমাটো ফিউচার ফাউন্ডেশনে তাঁর ৭০০ কোটি টাকা কর্মচারী স্টক অপশন প্ল্যান (ESOP) অনুদান দিলেন Zomato-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়াল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5তবে খুব নতুন কিছু নয়। প্রতি ৩ মাস অন্তর একবার করে নিজেই খাবার ডেলিভারি করেন জোমাটোর সিনিয়র ম্যানেজাররা। Naukri.com-এর মালিক এবং Zomato-র বিনিয়োগকারী সঞ্জীব বিকচন্দানি এই অবিশ্বাস্য তথ্য শেয়ার করেছেন। ফাইল ছবি : মিন্ট (Reuters)
3/5একটি-দু'টি অর্ডার নয়। গোটা একটি দিন ডেলিভারি করেন তাঁরা। পরনে থাকে জোমাটোর লাল টি-শার্ট। রীতিমতো মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ডেলিভারি করেন দীপিন্দর গোয়েল-সহ উচ্চপদস্থ জোমাটো আধিকারিকরা। ফাইল ছবি : মিন্ট (Reuters)
4/5কিন্তু কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এমনটা কেন করেন তাঁরা? আসলে, ব্যবসার একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যেতেই এই অভ্যাস। অ্যাপে কোনও সমস্যা আছে কিনা, ডেলিভারি কর্মীদের কী কী সমস্যা হতে পারে, কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন- সবকিছুই নিজেরা খতিয়ে দেখেন তাঁরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5তবে এত বড় একজন সিইও নিজে খাবার দিতে যান, কেউ চিনে ফেলেন না? দীপিন্দর জানান, এখনও পর্যন্ত কেউ তাঁকে চিনে ফেলেননি। ফাইল ছবি: রয়টার্স (Reuters)