বাংলা নিউজ > টেকটক > Youtube Premium: অ্যাড নেই, স্ক্রিন বন্ধ করলেও চলবে গান, জানুন খরচ কত

Youtube Premium: অ্যাড নেই, স্ক্রিন বন্ধ করলেও চলবে গান, জানুন খরচ কত

ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Dado Ruvic)

ইউটিউব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, রাশিয়া, তুরস্ক, জার্মানি, থাইল্যান্ড এবং জাপানেও এই অ্যানুয়াল প্ল্যান চালু করেছে।

ভারতে ইউটিউব প্রিমিয়াম এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামের অ্যানুয়াল প্ল্যান চালু হল। ১২ মাসের জন্য আগে থেকেই সাবস্ক্রাইব করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউটিউব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, রাশিয়া, তুরস্ক, জার্মানি, থাইল্যান্ড এবং জাপানেও এই অ্যানুয়াল প্ল্যান চালু করেছে।

ইউটিউবে বর্তমানে মাসিক এবং ত্রৈমাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন মডেল আছে।

আরও পড়ুন : Android ফোনের IMEI নম্বর থেকে RAM ভার্সান, জানতে পারবেন এই কোডগুলি দিয়ে!

ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে, Google বর্তমানে ২৩ জানুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশনে ছাড়ের অফার দেবে। YouTube প্রিমিয়ামে ১,১৫৯ টাকা এবং YouTube Music Premium-এর জন্য ৮৮৯ টাকার বার্ষিক প্ল্যান রয়েছে।

অফার শেষ হওয়ার পরে ব্যবহারকারীদের কত টাকা দিতে হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন : How to Reduce Chance of Diabetes: প্রতি বছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যুর কারণ এই খাবারটি, আপনিও খাচ্ছেন নাকি

ব্যবহারকারীরা চাইলে তাঁদের বিদ্যমান সাবস্ক্রিপশন বাতিল করে এবং নতুন হিসাবে সাইন আপ করতে পারেন। বর্তমান প্রিপেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে প্রিপেইড ব্যবহারকারীরা অটোম্যাটিকভাবেই বার্ষিক প্ল্যানে স্থানান্তরিত হবে।

 

বন্ধ করুন