বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হয়েছে, আধার আইন, ২০১৬-র ২৮এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। এই আবহে এই নিয়ে মুখ খুলল ইউআউডিএআই।