Actress oishani dey
সেরা খবর
সেরা ভিডিয়ো
ওপার বাংলা মেয়ে, বিপদ বুঝতে পেরে একদিন বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে এপার বাংলায় চলে এসেছিল ময়না। এক বনেদি বাড়ির গিন্নির হাত ধরে এই বাংলায় আশ্রয় পায় পূর্ব বাংলার ‘ময়না’। ঘটনাচক্রে বাড়ির ছেলে ‘রোদ্দুর’ বিয়ে করতে গিয়ে লগ্নভ্রষ্ট হতেই তাঁর সঙ্গেই একপ্রকার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হল ময়নার। কিন্তু তারপর? দুই বাংলাকে এক সূত্রে বেঁধে এমনই এক গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'। যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশানী দে। সম্প্রতি Hindustan Times Bangla-র সঙ্গে নিজের সিরিয়াল 'পুবের ময়না' সহ নানান টুকিটাকি বিষয়ে কথা বললেন ঐশানী। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #pubermoyna #oishanidey #zeebangla