Add
সেরা খবর
সেরা ভিডিয়ো
১৩ জুলাই, শনিবার সকলে যখন আম্বানিদের অনুষ্ঠানে ব্যস্ত। তখন সেই সন্ধ্যেতেই সেরা কাজের জন্য় পুরস্কৃত হলেন বাংলার টেলি তারকারা। 'টেলি আড্ডা' অ্যাওয়ার্ড-এ পাওয়ার প্যাকড পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন আরাত্রিকা মাইতি। সৌজন্যে ‘মিঠি ঝোরা’ ধারাবাহিক। অন্যদিকে, ভার্সেটাইল অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সৌজন্যে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক।
এদিকে আবার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের জন্যই সেরা সহ-অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা প্রারব্ধি সিংহ। পুরস্কার নেওয়ার পর তিন অভিনেতা আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত ও প্রারব্ধি সিংহকে একসঙ্গে 'জামাল কুদু' গানে মাথায় ট্রফি নিয়ে জমিয়ে নাচতে দেখা গেল। বোঝাই গেল, এই পুরস্কার পেয়ে তাঁরা বেজায় খুশি। তবে এখানে 'জামাল কুদু' গানের সুরের সঙ্গে কথা বদলে ‘তেলে ভাজা চানাচুর’এর মতো নানান মজাদার শব্দ বসিয়ে দিলেন দিব্যজ্যোতি। আর সেই মজাদার মুহূর্তটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘অনুরাগের ছোঁয়া’র 'সূর্য'। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #jamalkudu #tollywood