বাংলা নিউজ > বিষয় > Aditya thackeray
Aditya thackeray
সেরা খবর
সেরা ভিডিয়ো
- মারাঠা রাজনীতিতে তাঁর দাদু বালাসাহেব ঠাকরে ছিলেন তাবড় এক 'নাম'! সেই বাল ঠাকরের নাতি তথা শিবসেনা (UBT)র নেতা আদিত্য ঠাকরের কনভয় আক্রান্ত হল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে শিব সংবাদ যাত্রার মাঝে আদিত্যর কনভয় লক্ষ্য করে ইট বর্ষণ হয় বলে অভিযোগ পার্টির। জানা গিয়েছে, অউরাঙ্গাবাদের বিজাপুরে এই ঘটনা ঘটেছে। ভিডিয়োয় দেখা যায়, আদিত্য ঠাকরে ও আম্বাদাস দানেভের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। দানেভের অভিযোদ, স্থানীয় শাম্ভাজিনগরের বিধায়ক এই ইট ছোড়ার ঘটনার নেপথ্যে। এদিকে, এই ইট বর্ষণের ঘটনার মাঝেই শোনা যায় বিধায়ক রমেশ বোরনারের পক্ষে স্লোগান। জানা যায়, রমেশ বোরনারে শিবসেনার একজন বিদ্রোহী নেতা হিসাবে মারাঠা রাজনীতিতে বেশ চর্চিত নাম।