জিম লেকার ও কুম্বলের পর টেস্টের ইতিহাসে আজাজ প্যাটেল মাত্র তৃতীয় বোলার, যিনি এক ইনিংসে ১০ উইকেট দখল করেন। তবে অল্পের জন্য পারফেক্ট-টেন ক্লাবে ঢুকতে পারেননি বেশ কয়েকজন বোলার। মুথাইয়া মুরলিধরন দু'বার ৯ উইকেটে থেমে গিয়েছেন। ৯ উইকটে নেওয়া বোলারদের তালিকায় রয়েছেন তিনজন ভারতীয়। চোখ রাখুন তালিকায়।