সুস্মিতা দে-র প্রাক্তন অনির্বাণ নাম না করে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করে লেখেন, ‘নোংরা চরিত্র সামনে চলে আসবে।' এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে অনুমান করেন সুস্মিতাকে উদ্দেশ করেই হয়তো এই পোস্ট করেছেন তাঁর প্রাক্তন। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন পর্দার 'কথা'।