বাংলা নিউজ > বিষয় > Anubhav sinha
Anubhav sinha
সেরা খবর
সেরা ভিডিয়ো
শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী পান্নুর বহুচর্চিত ছবি থাপ্পড়। মুলকের পর এই ছবিতে ফের একবার পরিচালক অনুভব সিনহার সঙ্গে কাজ করলেন তাপসী। গার্হ্যস্থ হিংসার মতো সংবেদনশীল বিষয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা। তাপসীর পারফরম্যান্সে মুগ্ধ দিয়া। মুলকের প্রচারের সময়ই এই ছবির ভাবনা তাপসীকে জানিয়েছিলেন পরিচালক। চিত্রনাট্য লেখার কাজ তখনও শুরু হয়নি। ছবির ভাবনা এতটাই নাড়িয়ে দিয়েছিল তাপসীকে, যে এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন তিনি।