অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে শেষ হাসি হাসলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কি। টান টান লড়াইয়ের শেষে বাজিমাত করে গেলেন মার্কিন তারকা। প্রথম সেট জিতে নিয়েছিলেন মার্কিন তারকা ম্যাডিসন কি। কিন্তু দ্বিতীয় সেটেও সমতায় ফেরেন আরিনা সাবালেঙ্কা। খেলার ফল ম্যাডির পক্ষে ৬-৩, ২-৬, ৭-৫।