বাংলা নিউজ > বিষয় > Asleep
Asleep
সেরা খবর
সেরা ছবি
সমীক্ষায় ৬৬ শতাংশ পাইলট জানিয়েছেন যে, তাঁরা বিমান চালাতে গিয়ে ঘুমের মধ্যে ঢুলে পড়েন। এয়ারক্রাফ্টের নিয়ন্ত্রণ যখন তাঁদের হাতে থাকে, তখন এমনটাও ঘটে যায়। উল্লেখ্য, ভারতে ক্রমাগত একটা বড় অংশের পাইলটের সংখ্যার কমতি দেখা গিয়েছে। যার জেরে কর্মরত পাইলটদের ওপর চাপের বোঝা বাড়ছে বলে দেখাচ্ছে সমীক্ষা।