২৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল ‘অপারেশন’। আর ৮ ডিসেম্বর সেই মিশনের চূড়ান্ত পরিণতি পেয়েছে। সিরিয়া থেকে উৎখাত হয়ে গিয়েছেন বাশার আল আসাদ। তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে গিয়েছেন। রাশিয়ার সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সপরিবারের মস্কোয় আছেন তিনি।