Bihar assembly elections 2020
সেরা খবর
সেরা ভিডিয়ো
মধুবনীতে তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার সারছিলেন। বেকারত্ব নিয়ে কথা বলার বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে লক্ষ্য করে ছোড়া হল পেঁয়াজ। তা নীতিশের গায়ে লাগেনি। তবে দ্রুত তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। সেই অবস্থায় ভাষণ চালিয়ে যেতে থাকেন। একইসঙ্গে বলতে থাকেন, ‘আমার দিকে ছুড়তে থাক।’ দেখে নিন ভিডিয়োয় -
সেরা ছবি
সাতটির মধ্যে ছয়টি সমীক্ষা অনুযায়ী, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মহাগঠবন্ধনের প্রার্থী তেজস্বী যাদব। অ্যাক্সিস ও চাণক্যের পূর্বাভাস অনুযায়ী, দুই তৃতীয়াংশ আসন পাবে আরজেডি, কংগ্রেস ও বাম জোট। ১৫ বছর ধরে প্রায় নিরবিচ্ছিন্ন ক্ষমতায় থাকার পর যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেটা সামলানো শক্ত হবে নীতিশ কুমারের এমনটাই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। আসন না জিতলেও নীতিশের যাত্রা ভঙ্গ করতে সক্ষম হয়েছেন চিরাগ পাসওয়ান, বলে উঠে আসছে এক্সিট পোলে। বিজেপির হয়তো ভরাডুবি হবে না, কিন্তু নীতিশ-চিরাগ লড়াইয়ের মাশুল দিতে হতে পারে তাদের। বিস্তারিত সমীক্ষা ভিত্তিক ফলাফল দেখুন এখানে।