বাংলা নিউজ > বিষয় > Bihar police
Bihar police
সেরা খবর
সেরা ভিডিয়ো
অবশেষে চারদিন পর 'জোর করে' কোয়ারেন্টাইন করে রাখা পাটনার এসপি বিনয় তিওয়ারিকে মুক্তি দিল বিএমসি। বৃহন্মুম্বই পুরসভার কাছে থেকে শর্তসাপেক্ষে ছাড়পত্র পেয়ে আজই পাটনার উদ্দেশে উড়ে গেলেন পাটনা (সেন্ট্রাল)-এর এসপি। যাওয়ার কাছে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশ বনাম বিহার পুলিশের অঘোষিত লড়াই গত দশদিনে নজর এড়ায়নি গোটা দেশের। গত রবিবার পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন করায় নিন্দার মুখে পড়তে হয় উদ্ধব ঠাকরে সরকারকে। এমনকি সুপ্রিম কোর্টেও ভর্ত্সনার মুখে পড়ে মুম্বই পুলিশ। এদিন মুম্বই ছাড়ার আগে বিনয় তিওয়ারি বলেন, ‘আমাকে নয় তদন্তকে কোয়ারেন্টাইন করা হয়েছিল’। তবে তদন্তের বিষয়ে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকলেন তিনি। বললেন, আপতত কেন্দ্রীয় সংস্থার কাছে দায়িত্ব গিয়েছে, তাঁরা কাজ করবে। আমার এই নিয়ে কিছু বলা অনুচিত'। আজকের মধ্যেই মুম্বই ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল বিনয় তিওয়ারিকে।