আগামী রবিবার (১ অক্টোবর) থেকে শিয়ালদা ডিভিশনে চারটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে। আজ পূর্ব রেলের নয়া টাইমটেবিল প্রকাশিত হয়েছে। তাতেই জানানো হয়েছে যে চারটি নয়া ট্রেন চালু করা হচ্ছে। কোন চারটি ট্রেন চালু করা হচ্ছে এবং সেই ট্রেনের টাইমটেবিল দেখে নিন -