মুদি দোকানের চালা ভেঙে চুরি করে গেল চোর। ভেবেছিল রাতের অন্ধকারে কেউই দেখতে পাবে না। কিন্তু দোকানে যে CCTV লাগানো জানত না চোর। সেই ফুটেজেই ফাঁস হল চোরের কু-কীর্তি। পূর্ব বর্ধমানের জামালপুরে সাঁচরা এলাকায় মুদিখানার দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে।