বাংলা নিউজ > বিষয় > Bushfire cricket bash
Bushfire cricket bash
সেরা খবর
সেরা ছবি
গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ জোগাড় করতে রবিবার চ্যারিটি ম্যাচের আয়োজন হয়েছিল। সেই ম্যাচ ঘিরে জাংশন মহলে চাঁদের হাট বসেছিল। এক সময়ের যাবতীয় প্রতিদন্দ্বিতা ভুলে মাঠে নেমেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটাররা। সেই ম্যাচের প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে সৌজন্য-বন্ধুত্বের ছবি। ম্যাচের পর সচিন তেন্ডুলকরের টুইটেও সেই বন্ধুত্বপূর্ণ আবহের ছবি প্রকাশ পায়। তিনি বলেন, 'মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু। দাবানলের ত্রাণের মতো বিষয়ের জন্য একসঙ্গে আসা দারুণ। বিগ অ্যাপিলের প্রতি অবদান করতে পেরে খুশি।' দেখে নিন তারকাদের কিছু ছবি-