ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডাররা নয়া বছরে নমিনি যোগ করার নতুন সুযোগ পাবেন। এদিকে কোনও আয়করদাতা যদি গত অর্থবর্ষের রিটার্ন এখনও ফাইল না করে থাকেন, তাহলে আজ থেকে সমস্যায় পড়তে পারেন তিনি। এদিকে এবছর থেকে দাম বাড়ছে গাড়ির। এদিকে সিম কার্ড নেওয়ার পদ্ধতি বদলাচ্ছে। এবছর বদলাচ্ছে আধার আপডেটের নিয়ম।